আজকের শিরোনাম :

কোহলিদের লক্ষ্য ডাবল লিড, সমতায় ফিরতে মরিয়া কিউইরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০৯:৩৪

দুর্দান্ত জয়ে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে স্বাগতিকদের ছুড়ে দেওয়া ২০৪ রানের টার্গেট দাপট দেখিয়ে জয় তুলে নেয় সফরকারীরা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বিরাট কোহলির দল। দুর্দান্ত জয়ে ফুরফুরে মেজাজে থাকা ভারতের এবার লক্ষ্য দ্বিতীয় টি-টুয়েন্টি জিতে সিরিজে ডাবল লিড নেওয়া। এ দিকে, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া কিউইরা।

অকল্যান্ডে রবিবার (২৬ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুদল। বাংলাদেশ সময় বেলা  ১২টা ৫০ এ শুরু হবে লড়াই। ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস-১।

অকল্যান্ডের ইডেন পার্ক ছোট হওয়াতে উইকেট হয় ব্যাটিং স্বর্গ। প্রায়ই হয়ে ওঠে বোলারদের জন্য বধ্যভূমি। তাই তো প্রথম ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়ে দুদল। প্রথম ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারতের দলপতি। ব্যাট হাতে কলিন মুনরো-কেন উইলিয়ামসন ও রস টেইলর ভারতীয় বোলাদের পিটিয়ে তুলাধুনা করেছিলেন। বুমরাহ-শামি-দুবে ও জাদেজা কেউ বল হাতে সুবিধা করতে পারেনি।

তবে যাই হোক, ২০৩ রানের লক্ষ্যে ব্যাট হাতে ঠিকই দাপটে জয় তুলে নিয়েছে সফরকারীরা। এ জয়ে একটি রেকর্ডও গড়েছে সফরকারীরা। দেশের বাইরে এই প্রথম ২০০ রান তাড়ায় জিতেছে রবি শাস্ত্রীর শিষ্যরা। আগের রেকর্ড ছিল ২০১৮ সালে, ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৮ রান টপকে জয়।

সিরিজ শুরুর আগে ফেভারিটের তকমাটা ভারতের পক্ষেই ছিল। কারণ ক্রিকেটের তিন ফরম্যাটে ফর্মের তুঙ্গে থেকেই নিউজিল্যান্ডের মাটিতে পা রাখে টিম ইন্ডিয়া। তবে নিজেদের কন্ডিশনে বরাবরের মতো শক্তিশালী কিউইরা। যে কারণে ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কেন উইলিয়ামসন।

প্রথম ম্যাচের স্মৃতি ভুলে সিরিজে সমতা চান কিউই অধিনায়ক। তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচে আমাদের বোলিং-ফিল্ডিং ভালো হয়নি। এ ক্ষেত্রে আমাদের আরো উন্নতি করতে হবে। ভারতের মতো দলের বিপক্ষে জিততে হলে সব বিভাগেই ভাল করা জরুরি। প্রথম ম্যাচ নিয়ে আমরা চিন্তিত নই। সিরিজে সমতা আনতে নতুন পরিকল্পনা করেছি। লড়াইয়ে ফিরে আসাটাই এখন মূল বিষয়।’

অন্যদিকে, দুর্দান্ত শুরুটা পরের ম্যাচগুলোতেও ধরে রাখতে চান ভারতের অধিনায়ক কোহলি। তিনি বলেন, ‘এই জয়ে পুরো সিরিজের ছন্দটা যেন পেয়ে গেলাম। ২০০-র বেশি রান তাড়া করতে হলে আত্মবিশ্বাসী হওয়ার মতো কিছু অবশ্যই দরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে আমরা সত্যিই ভাল খেলেছি। সেই আত্মবিশ্বাসটা সঙ্গে নিয়েই এখানে এসেছি। এখানকার যা পিচ, তাতে শুরুতে আক্রমণাত্মক হওয়া যায় না। ইনিংসের মাঝামাঝি সময়টায় আমরা বাজিমাত করেছি। এভাবেই পরের ম্যাচগুলোতে খেলতে হবে আমাদের। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।’

ভারত সম্ভব্য একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, মণীশ পান্ডে, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি ও জাসপ্রীত বুমরাহ।

নিউজিল্যান্ড সম্ভব্য একাদশ : মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টিম সেইফার্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ