আজকের শিরোনাম :

সিরিজ বাঁচানোর ম্যাচে ১৩৭ রানের টার্গেট দিলো বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ১৭:১৭ | আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৭:৩৫

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ছয় উইকেটে ১৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে এমন সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ইনিংসের সূচনা ভালো করেনি বাংলাদেশ। দ্বিতীয় ওভারে বিদায় নেন তরুণ ওপেনার নাঈম শেখ। শাহিন আফ্রিদির বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান তিনি। 
 
তিনে নেমে ব্যর্থ হন মেহেদী হাসান। বিপিএলে চমক জাগানো এই অলরাউন্ডার ১২ বলে নয় রান করে মোহাম্মদ হাসনাইনের বলে বিদায় নেন। 

ব্যর্থতার মিছিলে যোগ দেন লিটন দাসও। ১৪ বলে আট রান করে শাদাব খানের বলে লেগ বিফর উইকেট হয়ে ফিরে যান তিনি। এরপর ২০ বলে ২১ রান করে ফিরেছেন আফিফ হোসেন। হাসনাইনের বলে হারিস রউফকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

ইনিংসের ১৬ ওভারে হাফ সেঞ্চুরির দেখা পান মন্থর গতিতে খেলা তামিম। শেষপর্যন্ত তিনি ফিরে যান ৫৩ বলে ৬৫ রান করে। ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছয়ের মার। 

শেষদিকে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১২ বলে ১২, সৌম্য সরকার ৫ বলে ৫* ও আমিনুল ইসলাম ৪ বলে ৮* রান করেন। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৩৬/৬ (২০ ওভার)
(তামিম ৬৫, আফিফ ২১; হাসনাইন ২/২০)

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ