আজকের শিরোনাম :

উইকেটের তীব্র সমালোচনা করলেন ইনজামাম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ১৪:২৯

টি-টুয়েন্টি বলতে সাধারণত ধুন্ধুমার ব্যাটিং বোঝায়। কিন্তু সেরকম তেমন কিছু দেখা যায়নি গতকাল (শুক্রবার, ২৪ জানুয়ারি) বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার ম্যাচে। বাংলাদেশের দেওয়া ১৪২ রান তাড়া করতে বেশ লড়াই করতে হয়েছে পাকিস্তানকেও। যা ক্রিকেটের স্বল্প এই ফরম্যাটের সঙ্গে বেমানান।

টি-টুয়েন্টির মতো ম্যাচে এমন পিচ তৈরি করায় সমালোচনা করেছেন ইনজামাম-উল-হক, রমিজ রাজা ও রশিদ লতিফের মতো তারকারা। ইউটিউবে এক বিশ্লেষণধর্মী আলোচনায় উইকেটের সমালোচনা করেছেন দলটির সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম।

তিনি বলেন, ‘ম্যাচটা আমার কাছে টি-টুয়েন্টির মতো লাগেনি। আরও ভালো উইকেট বানানোর অনুরোধ করছি কিউরেটরদের প্রতি। উইকেট এতোটাই কঠিন ছিল যে, ১৪২ রানকেও বেশ কঠিন লক্ষ্য মনে হয়েছে। আমাদের এমন উইকেট দরকার যেখানে গড়ে ১৯০ থেকে ২০০ রান হবে। এতে আমাদের ব্যাটসম্যানরা বড় রান তাড়া করা শিখবে। আবার বোলাররাও শিখবে তক্তা উইকেটে কিভাবে ব্যাটসম্যানদের বেঁধে রাখতে হয়।’

এ দিকে, পাকিস্তানের আরেক সাবেক আধিনায়ক রশিদ লতিফও বিরক্ত এই উইকেট দেখে। তিনি বলেন, ‘শীতে ভালো উইকেট বানানো কঠিন। তবে পিসিবি চেষ্টা করলে এমন উইকেট বানাতে পারে যেখানে গড়ে ১৬০ থেকে ১৭০ রান উঠবে। এমন নয় যে আমরা ২০০ রানের উইকেট চাই। তবে আধুনিক টি-টুয়েন্টিতে ১৪০ রানকে কমই বলতে হবে। এমন উইকেটে আহসান আলী কিংবা হারিস রউফের মতো অভিষিক্তদের বিচার করা যায় না। কেননা বল ঠিকমতো ব্যাটে আসেনি।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ