আজকের শিরোনাম :

জিম্বাবুয়ের বিপক্ষে লঙ্কানদের বড় জয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ২০:৪৫

লড়াইয়ের পরেও শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। ১৪ রানের ছোট লক্ষ্য তাড়ায় ১০ উইকেটে জিতেছে দিমুথ করুনারতেœর দল। মাত্র ৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা। এই জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে লঙ্কানরা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বিনা উইকেটে ৩০ রান নিয়ে বৃহস্পতিবারের খেলা শুরু করে জিম্বাবুয়ে। শুরুতেই তাদের এলোমেলো করে দেন সুরঙ্গা লাকমল।

প্রিস মাসভাউরেকে কট বিহাইন্ড করে ভাঙেন উদ্বোধনী জুটি। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কনকাশন সাব ব্রায়ান মাদজিঙ্গানিয়ামাকে। প্রথম ইনিংসে ফিফটি পাওয়া ক্রেইগ আরভিনকে থামান দ্রুত।

দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ও শন উইলয়ামসের ব্যাটে প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ে। লাঞ্চের পর প্রথম ওভারেই ভাঙে সেই জুটি। ৫৮ বলে ৩৮ রান করা টেইলরকে বিদায় করেন লাকমল।

৭৯ রানের জুটি ভাঙার পর দ্রুত উইলিয়ামসনকেও হারায় জিম্বাবুয়ে। কাসুন রাজিথার বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন অধিনায়ক। 

এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি স্বাগতিকরা। সব ব্যাটসম্যানই খেলেন টিকে থাকার মানসিকতা নিয়ে। তবে কেউই পারেননি ইনিংস লম্বা করতে।

লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের গতিময় সব ডেলিভারিতে থামান লাহিরু কুমারা। এক প্রান্ত আগলে রাখা রেজিস চাকাভার প্রতিরোধ ভেঙে জিম্বাবুয়েকে ১৭০ রানে থামিয়ে দেন লাসিথ এম্বুলদেনিয়া।

২৭ রানে ৪ উইকেট নেন লাকমল। কুমারা ৩ উইকেট নেন ৩২ রানে। ১৪ রান করার জন্য ১৩ ওভার পেয়েছিল শ্রীলঙ্কা। দলটি লক্ষ্য ছুঁয়ে ফেলে ৩ ওভারেই। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরির জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। 

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৫৮

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫১৫/৯ ইনিংস ঘোষণা

জিম্বাবুয়ে ২য় ইনিংস: (আগের দিন ৩০/০) ৯২ ওভারে ১৭০ (মাসভাউরে ১৭, মাদজিঙ্গানিয়ামা ১৬, আরভিন ৭, টেইলর ৩৮, উইলিয়ামস ৩৯, রাজা ১৭, চাকাভা ২৬, টিরিপানো ৬, জার্ভিস ১, এনডিলোভু ০, নিয়াউচি ০*; লাকমল ২০-৮-২৭-৪, রাজিথা ১৪-৬-২৩-১, ডি সিলভা ১১-৬-১২-০, কুমারা ২১-৮-৩২-৩, এম্বুলদেনিয়া ২৬-৮-৭৪-২)

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ১৪ রান) ৩ ওভারে ১৪/০ (ফার্নান্দো ৪,* করুনারতেœ ১০*; টিরিপানো ২-০-৮-০, নিয়াউচি ১-০-৬-০)

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ