আজকের শিরোনাম :

পিছিয়ে পড়েও চেলসির বিপক্ষে ড্র আর্সেনালের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ১১:১৪

ম্যাচের শুরুতে ১০ জনের দলে পরিণত হওয়া, দুই দুইবার পিছিয়ে পড়ার পড়েও স্টামফোর্ড ব্রিজ থেকে চেলসির বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। দারুণভাবে ঘরে দাঁড়িয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়ে ফেরায় শিষ্যদের প্রতি সন্তুষ্টি জানিয়েছে গানার কোচ মিকেল আর্তেতা। মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

ম্যাচের ১৬ মিনিটে আচমকা গোল খেতে বসেছিল আর্সেনাল। সতীর্থের উদ্দেশে তরুণ ফরোয়ার্ড ক্যালাম হাডসন-ওডোইয়ের বাড়ানো ক্রস ক্রসবারে লাগে। ২৬ মিনিটে ১০ জনের দলে নেমে আসে আর্সেনাল। এর দুই মিনিট পর এগিয়ে যায় চেলসি।

প্রতিপক্ষের ফরোয়ার্ড ট্যামি আব্রাহামকে নিজেদের ডি-বক্সে দাভিদ লুইস ফেলে দিলে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ওই পেনাল্টি থেকেই বল জালে পাঠান ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো। 

৬৩ মিনিটে অসাধারণ এক গোলে সমতা টানেন মার্তিনেলি। প্রতিপক্ষের কর্নার থেকে বল ধরে পাল্টা আক্রমণে এক ছুট দেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

৮৪ মিনিটে আবারও এগিয়ে যায় চেলসি। এ যাত্রায় তিন মিনিটের বেশি ব্যবধান ধরে রাখতে পারেনি তারা।

ডান দিক থেকে হাডসন-ওডোইয়ের ক্রসে নিচু শটে স্কোরলাইন ২-১ করেন আসপিলিকুয়েতা। ৮৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত কোনাকুনি শটে আর্সেনালকে আরেক দফা সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার বেইয়েরিন।

লিগে এই নিয়ে টানা ৩ ম্যাচ ড্র করল আর্সেনাল। আর টানা দুই ম্যাচ জয়শূন্য রইল চেলসি। ২৪ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। ১০ নম্বরে থাকা আর্সেনালের পয়েন্ট ৩০। ২২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ম্যানচেস্টার সিটি ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ৬ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে ২৩ ম্যাচ খেলা লেস্টার সিটি। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানইউ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ