আজকের শিরোনাম :

বঙ্গবন্ধু বিপিএলে মুশফিকের ‘অভাবনীয়’ রেকর্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ১২:১৩

বিপিএলে প্রথমবারের মতো ফাইনাল মঞ্চে উঠেন মুশফিকুর রহীম। শিরোপার দ্বারপ্রান্তে গিয়েও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তবে বেশ কিছু রেকর্ডের মালিক হলেন এ ডানহাতি ব্যাটসম্যান। বিপিএলে বাংলাদেশিদের মধ্যে এক আসরে সর্বোচ্চ রান গড়ার নতুন রেকর্ড গড়েন তিনি। আগে এ রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে।

বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে আরও একটি অভাবনীয় রেকর্ডের মালিক হন উইকেটরক্ষক ব্যাটসম্যান। এক আসরে সর্বোচ্চ চার মারার কীর্তি গড়েছেন খুলনার অধিনায়ক মুশফিক। বিপিএলের সপ্তম আসরে মুশফিক মেরেছেন ৫১টি বাউন্ডারি, যা আসরের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩টি বাউন্ডারি হাঁকিয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো।

তবে সতীর্থ রুশোর কাছে আরেকটি লড়াইয়ে পিছিয়ে গেলেন মুশফিক। মাত্র ৬ রানের জন্য এবারের আসরে সর্বোচ্চ রানের মালিক হতে পারলেন না তিনি। ২১ রান করে এবারের বিপিএলে ৪৯০ রান তুলেছেন তিনি। অপরদিকে, রুশোর সংগ্রহ ৪৯৫ রান। এমনকি গত বিপিএলেও সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন দক্ষিণ আফ্রিকার এ বাঁহাতি হার্ডহিটার।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ