আজকের শিরোনাম :

বাংলাদেশ শীঘ্রই বড় কোনো শিরোপা জিতবে : মালিক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯, ০০:০১

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শোয়েব মালিক মনে করেন বাংলাদেশ দল যেভাবে এগোচ্ছে এতে খুব শীঘ্রই বড় কোনো শিরোপা জিতবে। চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহীর হয়ে খেলছেন তিনি। বিপিএলের নিয়মিত মুখ পাকিস্তানের এই অলরাউন্ডার।

টি-টুয়েন্টির চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক মালিক শুক্রবার (২৬ ডিসেম্বর) মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। মালিক বলেন, ‘আপনি খেয়াল করলে দেখবেন বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল কিংবা অনূর্ধ্ব ১৯ দল সবগুলোই কিন্তু দিন দিন উন্নতি করছে। যার মানে এখানে ক্রিকেট ঠিকভাবে পরিচালিত হচ্ছে। এবং আমি মনে করি যেভাবে এগোচ্ছে বাংলাদেশের ক্রিকেট খুব শীঘ্রই তারা বড় কোন শিরোপা জিতবে।’

চট্টগ্রামের রান বন্যার পর ঢাকায় চ্যালেঞ্জটা কেমন হবে জানতে চাইলে মালিক বলেন, ‘পিচতো সবার জন্যই সমান। ইতিবাচক থাকাটাই আমাদের কাজ, পিচ নিয়ে ভাবছিনা কারণ আবহাওয়া ও পিচের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই।’

‘আমাদের নিয়ন্ত্রণে যেসব আছে যেমন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এসব নিয়েই আমাদের যত ভাবনা। ড্রেসিং রুমে এসব নিয়েই আমাদের কথা হয়। কিন্তু যা আমাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই তা নিয়ে না ভেবে নিজেদের সেরাটা দেওয়াতেই আমাদের মনোযোগ।’

বিশ্বের নান ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান ৩৭ বছর বয়সী পাকিস্তানি এই অলরাউন্ডার। বিপিএলকে যেমন দেখছেন মালিক, ‘বিপিএল অনেকগুলো ভালো টুর্নামেন্টের একটি। প্রতিবছরই এটি মান উন্নত হচ্ছে যা একটি ক্রিকেট দল, জাতি ও সংগঠনের জন্য ভালো লক্ষণ। সুতরাং আমার মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই। আমি কর্তৃপক্ষকে অভিনন্দন জানাতে চাই সবকিছু ঠিকঠাকভাবে এগিয়ে নিচ্ছে বলে।’

বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের কেমন দেখছেন জানাতে গিয়ে মালিক যোগ করেন, ‘বেশ ভালো কিছু তরুণ প্রতিভা রয়েছে। তারা ধারাবাহিকভাবে পারফরম্যান্স করছে যা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো। আফিফ ও লিটন দাস বেশ ধারাবাহিক আর যেকোন ফরম্যাটেই আপনার প্রথম তিন ব্যাটসম্যান যখন ধারাবাহিক হবে তখন প্রতিপক্ষের জন্য অবশ্যই হুমকি।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ