আজকের শিরোনাম :

প্রথমার্ধ গোলশূন্য জাপান-পোল্যান্ড ম্যাচের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০১৮, ২১:১৭

ঢাকা, ২৮ জুন, এবিনিউজ : জাপানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ। আজ জিতলে বা ড্র করলেও দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে এশিয়ার পরাশক্তিরা। এমন ম্যাচে প্রথমার্ধটা গোলশূন্যভাবেই শেষ করেছে তারা। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া পোল্যান্ডের বিপক্ষে ০-০ স্কোরলাইন নিয়ে বিরতিতে গেছে ওকাজাকি-মুতোদের দল।

প্রথমার্ধের শুরু থেকেই দুই দল লড়েছে প্রায় সমানে সমানে। আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়েছে তারা। ম্যাচের ১৩ মিনিটে জাপানের ইয়োশিনরি মুতোর বক্সের বাইরে থেকে নেয়া ডান পায়ের শট সহজেই ফিরিয়ে দেন পোল্যান্ড গোলরক্ষক লুকাজ ফ্যাবিয়ানস্কি। তিন মিনিট পর গোতোকু সাকাইও পরাস্ত করতে পারেননি তাকে।

৩২ মিনিটে পোল্যান্ডের বার্তোজ বেরেসজিনস্কির দারুণ এক ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন কামিল গ্রোসিকি। গোল করার সুযোগ ছিল। তবে তার জোড়ালো হেড দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন জাপান গোলরক্ষক আইজি কাওয়াসিমা। ৩৫ মিনিটে তাকাসি উসামির শটও একইভাবে পোল্যান্ডের জাল পায়নি।

এমন সুযোগ মিস আর সেভের মধ্য দিয়েই শেষ হয়েছে প্রথমার্ধ। সাফল্য না পাওয়ায় গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে গেছে দুই দল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ