আজকের শিরোনাম :

বিপিএল খেলতে ঢাকায় ওয়াটসন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:২৪

গত কয়েকদিন ধরেই তার নামটা শোনা যাচ্ছে জোরেশোরে। অবশেষে বাস্তবেও মিলে গেল উত্তর। বিপিএলে রংপুর রেঞ্জার্স দলের হয়ে খেলতে ঢাকায় এখন ২০১৫ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলীয় অলরাউন্ডার শেন ওয়াটসন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকায় পা রাখেন এই অসি অলরাউন্ডার। তবে শুক্রবার সন্ধ্যার খুলনা টাইগার্সের বিপক্ষে রংপুরের ম্যাচে ওয়াটসনের খেলার সম্ভাবনা কম।

চলমান বিপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে রংপুর। চট্টগ্রামে সর্বশেষে ম্যাচে শক্তিশালী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় তারা। কিন্তু টুর্নামেন্টে টিকে থাকতে হলে আরও অনেকগুলো ম্যাচ জিততে হবে। ওয়াটসন কী পারবেন রংপুরের ভাগ্য বদলে দিতে?

আইপিএল আর বিগ ব্যাশে নিয়মিত মুখ ওয়াটসন। এবার বিপিএলে হবে তার অধ্যায়। দেশের জার্সিতেও একটা সময় ছিলেন উজ্জ্বল।

টি২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে খেলেন ৫৮ ম্যাচ। যেখানে তার রানসংখ্যা ১৪৬২। সর্বোচ্চ অপরাজিত ১২৪। আর ব্যাটিং গড় ২৯.২৪।

ক্রিকেটের এই ছোট ফরম্যাটে বল হাতেও তিনি কার্যকর। দলের প্রয়োজনে উইকেট শিকার করতেন নিয়মিত। অসিদের হয়ে ৫৮ ম্যাচ খেলা ওয়াটসনের ঝুলিতে আছে ৪৮ উইকেট।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ