আজকের শিরোনাম :

আম্পায়ারের ওপর ক্ষেপলেন স্টিভেন স্মিথ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ১২:০৩

বক্সিং ডে টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এ ম্যাচের মধ্যাহ্ন বিরতির ঠিক আগে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ আম্পায়ার নাইজেল লং এর ওপর ক্ষীপ্ত হন। তার ক্ষিপ্ত হওয়ার কারণ আম্পায়ার লংয়ের ডেড বল কল করা।

আগের টেস্টে স্মিথ দুবার নিউজিল্যান্ডের নেইল ওয়াগনারের শর্ট বলে আউট হয়েছেন। আজও স্মিথের বিপক্ষে শর্ট বল করেছেন ওয়াগনার। মধ্যাহ্ন বিরতির আগে ওয়াগনার অ্যারাউন্ড দ্য উইকেটে এসেছে ধারাবাহিকভাবে শর্ট বল করে যাচ্ছিলেন। এ সময় দুবার বল স্মিথের শরীরে আঘাত করে।

প্রথমবার যখন আঘাত করে তখন তিনি রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু নাইজেল লং তাকে ফেরত পাঠান ডেড বল বলে। পরেরবার যখন আবার শর্ট বল তার শরীরে আঘাত করে এবং রান নেওয়ার চেষ্টা করেন তখনো তাকে ফেরত পাঠান লং।

এবার ক্ষেপে যান স্মিথ। কিছুটা বাদানুবাদ চলে। তিনি আম্পায়ারকে বোঝাতে চান যে তিনি কিছুটা চতুরতার সঙ্গে রান নেওয়ার চেষ্টা করেছেন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময়ও এটা নিয়ে তাদের মধ্যে কথা হয়। ড্রেসিং রুমে ফিরতে ফিরতে তাদের মধ্যে চলে বাদানুবাদ। নাইজেল লং বার বার কি যেন বোঝাতে চাচ্ছিলেন।

নাইজেল লং অবশ্য স্মিথের প্রচেষ্টার ওপর সন্তুষ্ট ছিলেন না। তাই দুবারই তিনি ডেড বল কল করেন।

অবশ্য কখনো কখনো ব্যাটসম্যানরা শরীর দিয়েও বল খেলার চেষ্টা করেন। তবে এ ক্ষেত্রে রান নেওয়াটা ঠিক নয়। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ