আজকের শিরোনাম :

সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছে জার্মানি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০১৮, ১৮:৪৫ | আপডেট : ২৮ জুন ২০১৮, ১৮:৪৭

ঢাকা, ২৮ জুন, এবিনিউজ : জার্মানির ফুটবল ইতিহাসে এটিই সম্ভাবত দুঃসময়। এমন দিন আগে কখনও আসেনি। ১৯৩৮ সালে একবার মাত্র গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানরা। তবে সেবার গ্রুপ পর্ব মানেই ছিল নকআউট।

এরপর ৮ বার বিশ্বকাপের ফাইনাল খেলেছে ইতিহাসের অন্যতম সফল এ দলটি। ট্রফি জিতেছে চারবার। সেমিফাইনাল খেলেছে তারা মোট ১৩ বার। আর ১৯৩৮ ছাড়া বাকি সব বারই তারা খেলেছে সর্বনিম্ন কোয়ার্টার ফাইনাল।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নও ছিল তারাই অথচ এই দলটিই টুর্নামেন্টের গ্রুপপর্ব থেকে বিদায় নিল দক্ষিণ কোরিয়ার মতো দলের কাছে ২-০ গোলে হেরে। এমন হারে সমর্থকদের হৃদয় ভাঙায় ক্ষমা চেয়েছেন জার্মানি।

হারের পর জার্মানি দল টুইটের লিখেছে, ‘প্রিয় সমর্থকরা, আমরাও আপনাদের মতো হতাশ। বিশ্বকাপ প্রতি চার বছর পর পর আসে। আমরাও নিজেদের প্রতি অনেক আশা করি। বিশ্বচ্যাম্পিয়নদের মতো খেলতে না পারায় আমরা দুঃখিত। এতটাই কষ্ট হচ্ছে যে, মনে হচ্ছে আমাদের বাদ পড়াটাই সঠিক হয়েছে।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ