আজকের শিরোনাম :

আর্সেনালকে উড়িয়ে দিল ম্যানসিটি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ১২:০৩

আর্সেনালের মাঠে বিরতির আগেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া ম্যানচেস্টার সিটি আধিপত্য করল দ্বিতীয়ার্ধেও। পরে আর গোল না পেলেও অনায়াস জয় নিয়ে ফিরেছে পেপ গার্দিওলার দল। রবিবার ৩-০ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরল সিটি। 

ম্যাচ শুরু হতেই আর্সেনালকে স্তব্ধ করে দেন ডে ব্রুইনে। দ্বিতীয় মিনিটে চার দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক হ্যাটট্রিক করা জেসুসের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরালো শটে সিটিকে এগিয়ে নেন বেলজিয়ান মিডফিল্ডার। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। মাঝমাঠ থেকে জেসুসের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে বাঁ দিক দিয়ে আক্রমণে গিয়ে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ডান দিকে পাস দেন ডে ব্রুইনে। বাঁ পায়ের প্লেসিং শটে অনায়াসে বাকিটুকু সারেন স্টার্লিং।

৪০তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে পোস্ট ঘেঁষে নিজের দ্বিতীয় গোলটি করেন ডে ব্রুইনে।

শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকা ডে ব্রুইনে দুই মিনিট পরে হ্যাটট্রিক পেতে পারতেন। তবে তার দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক বার্নড লেনো। বল হাত হাত ছুঁয়ে পোস্টে লাগে।

৬৪তম মিনিটে ব্যবধান আরও বাড়তে পারতো। তবে সঠিক সময়ে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেন জার্মান গোলরক্ষক লেনো। পরে আর উল্লেখযোগ্য তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেউই।

১৭ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ৪ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছে লেস্টার সিটি। অনেক এগিয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪৯। চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট ২৯। ২৬ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার। ম্যানচেস্টার ইউনাইটেড ২৫ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ