আজকের শিরোনাম :

শীর্ষস্থান অক্ষুন্ন রাখতে মাঠে নামবে বার্সেলোনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ১৮:০০

লা লিগায় শীর্ষস্থান অক্ষুন্ন রাখতে রাতে মাঠে নামছে বার্সেলোনা। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৯টায়। এর আগে বুন্দেসলিগায় জয়ের খোঁজে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষ ওয়েড্রার ব্রেমেন। আলিয়েঞ্জ এ্যারেনায় এই ম্যাচটি শুরু হবে সাড়ে আটটায়।

বলা হয়, মর্নিং শোজ দ্য ডে। অর্থাৎ সকালের সূর্য বলে দেয় দিনটা কেমন যাবে! আসলেই কি তাই? কখনো কখনো প্রবাদও হার মানে। দৃঢ়প্রত্যয় আর চোয়ালবদ্ধ প্রতিজ্ঞার কাছে হার মানে নিয়তিও। এই যেমন বার্সেলোনা। মৌসুমের শুরুটা যাদের অখ্যাত অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে। কিংবা প্রথম পাঁচ ম্যাচশেষে যাদের দুই হার আর এক ড্র, সেই দলটাই এখন শাসন করছে লিগ টেবিল!

যদিও একচ্ছত্র আধিপত্য নয়। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ একেবারে ঘাড়েই নি:শ্বাস ফেলছে। ১৫ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান ৩৪ করে। বার্সার সামনে সুযোগ ব্যবধানটা বাড়িয়ে নেয়ার।

শুরুর বিশৃঙ্খল ফুটবল ভুলে দল এখন ঐক্যবদ্ধ। এতোটাই যে, ইন্টার মিলানের মাঠে বার্সার সাইডবেঞ্চটাও হারিয়ে দিয়েছে ইতালিয়ান জায়ান্টদেরকে। তবে বিশ্রাম কাটিয়ে আবারো মূল একাদশে ফিরছেন মেসি-সুয়ারেজ-পিকে-স্টেগানরা সেটি মোটামুটি নিশ্চিত। এল ক্ল্যাসিকোর একটা প্রস্তুতিও বলা যেতে পারে ম্যাচটাকে।

তবে রিয়াল সোসিয়েদাদকে একেবারে হালকা করে দেখাও বোকামি হবে। দলটা হারেনি সবশেষ তিন ম্যাচে। আছে পয়েন্ট টেবিলের চারে। ঘরের মাঠে চ্যালেঞ্জ জানাতে পারে বার্সাকেও।

সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচে অপরাজিত বার্সা। জয়রথ ছুটবে নাকি থেমে যাবে, জানা যাবে শেষ বাঁশি বাজার পর।

বার্সা অনেকটা স্বস্তিতে থাকলেও, বেশ অস্বস্তিতে বায়ার্ন মিউনিখ। বর্তমান চ্যাম্পিয়নরা কোনভাবেই এবার দাঁড়াতে পারছেনা। গেল মাসে করেছে কোচ বদল।এরপরও টানা হেরেছে বায়ার লেভারকুসেন আর বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের কাছে। অবস্থা এতোটাই সঙ্গীন যে, রেকর্ড টানা ৭ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের অবস্থান এখন টেবিলের ৭ নম্বরে!

আলিয়েঞ্জ এ্যারেনায় ওয়েড্রার ব্রেমেনের বিপক্ষে নামার আগে ফ্লিক তার শিষ্যদের কি মন্ত্র পড়াবেন, সেটিই এখন দেখার।


এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ