আজকের শিরোনাম :

বিপিএলে অনন্য রেকর্ড গড়লেন পেরেরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:৩১

হার দিয়ে এবারের বিপিএল শুরু করা ঢাকা প্লাটুন দ্বিতীয় ম্যাচেই পেয়েছে জয়ের দেখা। লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরার অসাধারণ নৈপুণ্যে কুমিল্লা ওয়ারিয়র্সকে ২০ রানে হারায় মাশরাফির দল।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে এ দিন দুর্দান্ত ব্যাটিং করেন ঢাকার ওপেনার তামিম ইকবাল। দীর্ঘদিন পর তার ব্যাট হাসে। দেশসেরা এ ওপেনার খেলেন ৫৩ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস। এছাড়া থিসারা পেরেরা মাত্র ১৭ বলে করেন ৪২ রান। এ দুইজনের ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে ঢাকা স্কোরবোর্ডে জমা করে ১৮০ রান।

জবাবে ব্যাট করতে নেমে থিসারা পেরেরার বোলিং তোপে পড়ে কুমিল্লা। পেরারা বিধ্বংসী বোলিংয়ের পর ২০ ওভার শেষে কুমিল্লা সংগ্রহ করতে পারে ৯ উইকেটে ১৬০ রান। ম্যাচে ৩০ রান খরচায় ৫ উইকেট শিকার করেন পেরেরা।

এ ম্যাচে ৫ উইকেট শিকার করে অনন্য রেকর্ড গড়েন পেরেরা। এর আগে ২০১৫ সালের বিপিএলেও একবার ৫ উইকেট শিকার করেছিলেন পেরেরা। সেবার রংপুর রাইডার্সের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ২৬ রানে  ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। বিপিএলের ইতিহাসে পেরেরাই একমাত্র বোলার যিনি একাধিকবার ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন। এছাড়া বিপিএলে একবার করে ইনিংসে পাঁচ উইকেট শিকার করতে পেরেছেন ১১ জন বোলার।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ