আজকের শিরোনাম :

ইমরুলের নেতৃত্বে সিলেটকে হারাবে চট্টগ্রাম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ০১:০৯

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়েই টুর্নামেন্টের মিশন শুরু করতে চায় দুই দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে এবারের বিপিএলের প্রথম ম্যাচ।

চট্টগ্রামের জন্য দুঃসংবাদ হলো নিজেদের প্রথম ম্যাচে খেলবেন না দলের সেরা তারকা ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার অধিনায়কত্ব ও অভিজ্ঞতা মিস করবে চট্টগ্রাম। তারপরও স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের নিয়ে ভালো শুরুর ব্যাপারে আশাবাদী দলটি।

নিয়মিত অধিনায়কের পরিবর্তে চট্টগ্রামের অধিনায়কত্ব করবেন বাঁ-হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। অভিজ্ঞ এ ক্রিকেটারের অভাব পূরণ সম্ভব নয় উল্লেখ করে কায়েস বলেন, ‘মাহমুদউল্লাহকে ছাড়া একাদশ সাজানো কঠিন। আমরা তাকে দুম্যাচে মিস করব। তার জায়গায় কে খেলবেন, আমরা এখনো চূড়ান্ত করিনি, তবে এটি অনেক কঠিন। তবে একই সাথে, তার জায়গা যে খেলবে সে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে।’

ইমরুল আরও বলেন, ‘গেল মাসে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে হামস্ট্রিং ইনজুরিতে পড়েন মাহমুদউল্লাহ। ঐ ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তারপরও আমরা স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের নিয়ে জয় দিয়ে শুরুর ব্যাপারে আশাবাদী।’

দলকে উজ্জীবিত করার জন্য প্রথম ম্যাচেই জয় গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইমরুল, ‘ভালো শুরুর জন্য সবাই প্রথম ম্যাচে জিততে চায়। প্রথম ম্যাচের জয় থেকে আমরা আত্মবিশ্বাসী হতে পারি। ভালোভাবে মৌসুম শুরু করতে প্রথম ম্যাচে জয়টি আমাদের জন্য অনেক প্রয়োজনীয়। সকলেই সিলেটের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ