আজকের শিরোনাম :

ঢাকা ভেড়াল ভয়ঙ্কর পাকিস্তানি লেগ স্পিনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ০০:৩৭

দেশি-বিদেশি বড় বড় তারকাদের দলে ভিড়িয়ে ইতোমধ্যে বেশ শক্তিশালী স্কোয়াড গঠন করেছে ঢাকা প্লাটুন। এবার তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের তারকা লেগ স্পিনার শাদাব খানকে। নিলামের বাহিরে শাদাব খানের সঙ্গে চুক্তি করে মাশরাফি-তামিমের দলটি।

শাদাব খান পাকিস্তানের জার্সি গায়ে এখন পর্যন্ত পাঁচটি টেস্ট, ৪৩ ওয়ানডে আর ৩৮টি টি-টুয়েন্টি খেলেছেন। এছাড়া স্বীকৃত টি-টুয়েন্টিতে ১০২টি ম্যাচ খেলেছেন তিনি।

জাতীয় দলের হয়ে ৮৬ ম্যাচ খেলে ১১৭ উইকেট শিকার করা শাদাব খান ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টিতে শিকার করেছেন ১০২ ম্যাচে ১২৩ উইকেট। পাকিস্তানের ২১ বছর বয়সী তরুণ এ লেগ স্পিনারকে দলে নিয়েছে ঢাকা।

বিপিএলের নিলাম থেকে এর আগে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি এবং ওয়াহাব রিয়াজকে দলে নেয় ঢাকা। নিলামের বাইরে এবার শাদাব খানকে নিল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি।

ঢাকা প্লাটুন স্কোয়াড :

দেশি : তামিম ইকবাল খান, এনামুল হক বিজয়, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, রকিবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, জাকের আলি অনিক।

বিদেশি : ওয়াহাব রিয়াজ, থিসারা পেরেরা, লরি ইভান্স, শহীদ আফ্রিদি, লুইস রিস, আসিফ আলি ও শাদাব খান।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ