আজকের শিরোনাম :

কিংবদন্তি স্টেফানোর রেকর্ড ভাঙলেন সানচেজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ০১:০৩

লা লিগায় নতুন ইতিহাস গড়লেন রিয়াল বেতিসের অধিনায়ক জোয়াকুইন সানচেজ রদ্রিগুয়েজ। এ লিগে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করে ফুটবলার এখন তিনি। এ রেকর্ড গড়তে এ ফুটবলার ভেঙ্গেছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার ডি স্টেফানোর রেকর্ড।

রবিবার (৮ ডিসেম্বর) অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন সানচেজ। ৩৮ বছর ১৪০ দিন বয়সে হ্যাটট্রিক করলেন এ ফুটবলার। ২০ বছরের ক্যারিয়ারে এটিই তার প্রথম হ্যাটট্রিক। এর আগে লা লিগায় সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছিলেন ডি স্টেফানো।

স্প্যানিশ লিগে হ্যাটট্রিকের নতুন ইতিহাস লিখলেন । সব চেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার কৃতিত্ব গড়েছেন এ রিয়াল বেতিস ক্যাপ্টেন। ভেঙে দেন আলফ্রেডো ডি স্টেফানোর গড়া ৫৫ বছরের আগের রেকর্ড। ১৯৬৪ সালে ৩৭ বছর বয়সে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

ম্যাচের ২০ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেন সানচেজ। ম্যাচের ২, ১১ ও ২০ মিনিটে গোল করেন তিনি। তার দুর্দান্ত পারফর্মে বিলবাওকে ৩-২ গোলে হারায় রিয়াল বেটিস।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ