আজকের শিরোনাম :

চেলসিকে পাত্তাই দিল না এভারটন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:৩৭

চেলসির খারাপ সময় কাটছেই না। সর্বশেষ চার ম্যাচে তৃতীয়বারের মতো হারের স্বাদ পেল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা। প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে এভারটন।

ঘরের মাঠে চেলসিকে পাত্তাই দেয়নি এভারটন। নতুন কোচ ডানকান ফার্গুসনের অধীনে এভারটনের শুরুটা হয়েছে দুর্দান্ত। ম্যাচের পাঁচ মিনিটেই গোলের দেখা পায় দলটি। দারুণ হেডে চেলসির জালে বল জড়ান এভারটনের ফুটবলার রিচার্লিসন। এরপর ম্যাচে ফিরতে বারবার আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি চেলসি।

দ্বিতীয়ার্ধের শুরুতেও গোলের দেখা পায় এভারটন। ম্যাচের ৪৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ডোমিনিক কালভার্ট-লেউইন। তবে তিন মিনিট পরেই আবার গোল শোধ করে চেলসি। দলের হয়ে দুর্দান্ত এক গোল করেন মাতিও কোভাচিচ। চেলসিকে ম্যাচে ফেরার সুযোগ না দিয়ে ৮৪ মিনিটে আবারও ব্যবধান বাড়ায় এভারটন। ডোমিনিক কালভার্ট-লেউইন এভারটনের পক্ষে নিজের দ্বিতীয় গোলটি করেন। ফলে ৩-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

অবশ্য ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের চার নম্বরেই রয়েছে চেলসি। ১৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট। অন্যদিকে চেলসিকে উড়িয়ে দিয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে উঠে এসেছে এভারটন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ