আজকের শিরোনাম :

ভারতের বিপক্ষে ছক্কার রেকর্ড গড়েছে উইন্ডিজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:১৯

ভারতের বিপক্ষে হার দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে সফরকারী উইন্ডিজ। হায়দরাবাদে পোলার্ডের দলের করা ২০৭ রানের পাহাড় কোহলির দল টপকে যায় ৬ উইকেট হাতে রেখেই।

বোলারদের ব্যর্থতায় উইন্ডিজ ম্যাচ হারলেও গড়েছে রেকর্ড। আগে ব্যাট করে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় পোলার্ডের দল। উইন্ডিজ ব্যাটসম্যানরা মোট ১৫টি ছক্কা হাঁকায়। ভারতের মাটিতে তাদের বিপক্ষে এটিই সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড।

ম্যাচে শিমরান হেটমায়ার ৫৬, এভিন লুইস ৪০ ও পোলার্ড করেন ৩৭ রান। এ তিনজনই সমান ৪টি করে ছক্কা হাঁকান। অন্যদিকে ৯ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস কোহলির পথে ২টি ছক্কা হাঁকান জেসন হোল্ডার। বাকি একটি ছক্কা আসে ব্রেন্ডন কিংয়ের ব্যাট থেকে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ