আজকের শিরোনাম :

বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ১০:২০

আলাভেসকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। প্রতিপক্ষের মাঠে শনিবার ২-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে সার্জিও রামোসের গোলে এগিয়ে যায় রিয়াল। লুকাস পেরেস সমতা টানার পর মাদ্রিদের দলটির জয়সূচক গোলটি করেন দানি কারভাহাল।

তুলনামূলক দুর্বল আলাভেসের মাঠে খেলতে গিয়ে প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেননি গ্যারেথ বেল, করিম বেনজেমারা। আলাভেসের জমাট রক্ষণের বিপক্ষে প্রথমার্ধের বলার মতো আক্রমণ ছিলো কেবল ১০ মিনিটের মাথায় বেলের হেড, যা ফিরে আসে পোস্টে লেগে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের মাপা ক্রসে মাথা ছুঁইয়ে ম্যাচের প্রথম গোলটি করেন এ স্প্যানিশ ডিফেন্ডার।

গোল শোধ করার সুযোগটা ১৩ মিনিট পরেই পেয়ে যায় আলাভেস। সেটিও রামোসের দায়েই। ডি-বক্সের তিনি ফাউল করে বসেন আলাভেস ফরোয়ার্ড হোসেলুকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে ম্যাচে সমতা ফেরান লুকাস পেরেজ।

আলাভেসের সমতায় ফেরার সন্তুষ্টি অবশ্য ৪ মিনিট পরেই শেষ করে দেন দানি কারভাহাল। এবার লুকা মদ্রিচের বাড়ানো বলে হেড করেছিলেন ইস্কো। কিন্তু সেটি বাধা পায় গোলরক্ষকের পায়ে। ফিরতি বল ফাঁকায় পেয়ে সহজেই গোল করেন কারভাহাল। যার সুবাদে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এ জয়ের পর ১৪ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রতে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সংগ্রহ ২৮, অবস্থান দ্বিতীয়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ