আজকের শিরোনাম :

নাইজেরিয়ার বিপক্ষে বিশেষ পরিকল্পনা আর্জেন্টিনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০১৮, ১৭:৩৫ | আপডেট : ২৬ জুন ২০১৮, ২১:০৫

ঢাকা, ২৬ জুন, এবিনিউজ : জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। প্রতিটি খেলাই এখন বিশেষ গুরুত্ব বহন করছে। রাশিয়ার বাতাসে গোলের হর্ষধ্বনিতে সামিল হতে পারেনি আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলের প্রতিযোগিতাও জমে উঠেছে। নাইজেরিয়ার বিপক্ষে আজ মঙ্গলবার রাতে ডু অর ডাই ম্যাচে নামছে লিওনেল মেসির দল।

ড্র আর হার দিয়ে টুর্নামেন্টে অনেকটাই ব্যাকফুটে টিম আর্জেন্টিনা। তবে নাইজেরিয়ার বিপক্ষে জয় তুলে প্রতিযোগিতায় ফিরতে চান কোচ সাম্পাওলি। তাইতো চলছে বিশেষ পরিকল্পনা। নাইজেরিয়ার ম্যাচের একাদশ নিয়ে কাজ করতে দেখা গেছে সাম্পাওলিকে। আগেই ধারণা করা যাচ্ছিল শুরুর একাদশে বেশকিছু পরিবর্তন আনবেন তিনি।

জানা গেছে, গোলরক্ষক কাবায়েরোর বদলে আসছেন ফ্রাংকো আরমানি। এছাড়া গ্যাব্রিয়েল মার্কাদো, মার্কোস আকুনা ও গঞ্জালো হিগুয়েন বাদ পড়তে যাচ্ছেন। তাদের বদলে আসবেন মার্কস রোহো, এভার বানেগা, অ্যাংগেল ডি মারিয়া। এই ম্যাচেও সুযোগ হচ্ছে না আরেক তারকা খেলোয়াড় পাওলো দিবালার।

অন্যদিকে, ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা ৩-৪-৩ ফরমেশন থেকে সরে এসে নাইজেরিয়ার বিপক্ষে সাম্পাওলির ফরমেশন হতে যাচ্ছে ৪-৩-৩।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ