আজকের শিরোনাম :

আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ১৭:৫৪

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। আফগানদের ৭ উইকেটে হারায় নাজমুল ইসলামের দল। ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ পাকিস্তান।  

এর আগে, ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে দারুণ বোলিং করে আফগানিস্তান ইমার্জিং দলকে তারা বেঁধে ফেলেছে ২২৮ রানে। কাবলিওয়াদের দেওয়া ২২৯ রানে খেলতে গিয়ে শুরুতে ঝড় তুলেন জুনিয়র টাইগারদের দুই ওপেনার। ৩৬ রানে মোহাম্মদ নাঈম ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার সৌম্য। আবদুল ওয়াসির বলে আউট হওয়ার আগে ৫৯ বলে ৬১ রানের ইনিংস খেলেন এই বাঁ-হাতি।

সৌম্যের বিদায়ে হাল ধরেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। খেলেন ৬৮ বলে ৫৯ রানে দারুণ ইনিংস। বাকি কাজটুকু ভালোভাবে শেষ করেছেন দুই তরুণ ইয়াসির আলী ও আফিফ হোসেন। ৫৬ বলে ৩৮ রানের ইংনিস খেলেন ইয়াসির। অন্যদিকে ৩৬ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন আফিফ। এ দু'জনের ব্যাটে আফগানদের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ।   

স্কোর
আফগানিস্তান : ২২৮-১০ (৫০)
দারওইস রসুলি ১১৪, ওয়াহিদুল্লাহ শাফাক ৩৪; হাসান মাহমুদ ৪৮/৩, সৌম্য সরকার ৫৮/৩ তানভীর ইসলাম ৩৩/২।

বাংলাদেশ ২২৯-৩ (৩৯.৫)
সৌম্য সরকার ৬১, নাজমুল ইসলাম ৫৯, মোহাম্মদ নাঈম ১৭, আফিফ হোসেন ৪৫*, ইয়াসির আলী ৩৮*।
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ