আজকের শিরোনাম :

তিন ফিফটিতে প্রথম দিন ইংল্যান্ডের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ১২:৪৩

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডে মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিন দারুণ কাটলো ইংল্যান্ডের। প্রথম ইনিংসে তিন ফিফটিতে ৪ উইকেটে ২৪১ রানে বৃহস্পতিবারের খেলা শেষ করেছে সফরকারীরা।

বেন স্টোকস ৬৭ ও ওলি পোপ ১৮ রান নিয়ে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন। ৬৭ রান করা স্টোকস অবশ্য ৬৩ রানে জীবন পেয়েছেন। প্রথম স্লিপে তার ক্যাচ ফেলেন রস টেলর।

স্টোকস ছাড়াও হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ররি বার্নস ও জোন ডেনলি। বার্নস ১৩৮ বল খেলে ৬ চারে ৫২ রান করে আউট হন। জো ডেনলি করেছেন ৭৪ রান করেছেন ১৮১ বল খেলে ৮ চার ও ১ ছক্কায়। অধিনায়ক জো রুট অবশ্য সুবিধা করতে পারেননি। মাত্র ২ রান করে আউট হয়েছেন। আর ২২ রান করে আউট হয়েছেন ডম সিবলি।

বল হাতে নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম ২টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি ও নেইল ওয়াগনার।

সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপে ধ্বস নামার নজির রয়েছে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা প্রথম দিনটি ভালোভাবেই শেষ করেছে। সবশেষ নিউজিল্যান্ড সফরে তারা প্রথম দিনেই ৫৮ রানে অলআউট হয়েছিল।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ