আজকের শিরোনাম :

নর্দার্ন আয়ারল্যান্ডের জালে গোল উৎসব জার্মানির

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ১০:২৭ | আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১০:৩৬

ইউরো মূলপর্বের টিকেট নিশ্চিত হয়েছিল আগেই। বাকি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। নর্দার্ন আয়ারল্যান্ডের জালে গোল উৎসব করে কাজটা সেরেছে ইওয়াখিম লুভের দল। ফ্রাঙ্কফুর্টে মঙ্গলবার রাতে ইউরো বাছাইয়ের ‘সি’ গ্রুপে সের্গে জিনাব্রির হ্যাটট্রিকে ৬-১ গোলে জিতেছে স্বাগতিকরা।

ঘরের মাঠে ম্যাচের ৭ মিনিটে গোল খেয়ে বসেছিল জার্মানি। ২৫ গজ দূর থেকে বুলেট গতির ভলিতে গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন মাইকেল স্মিথ। প্রথম আক্রমণেই এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি সফরকারীদের। সতীর্থের ব্যাকপাস পেয়ে ১০ গজ দূর থেকে জোরালো শটে সমতা টানেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার সের্গে জিনাব্রি।

৪৩তম মিনিটে কাছ থেকে গোল করে জার্মানিকে এগিয়ে নেন বায়ার্ন মিডফিল্ডার লেয়ন গোরেটস্কা। বল পোস্টে লেগে ভেতরে ঢোকে।


৪৭তম মিনিটে সতীর্থের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন জিনাব্রি। ৬০তম মিনিটে দুরূহ কোণ থেকে হ্যাটট্রিক পূরণ করেন ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার।

৭৩তম মিনিটে ডি-বক্সের মুখ থেকে প্রথম ছোঁয়ায় জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন গোরেটস্কা। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন ৬-১ করেন বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড ইউলিয়ান ব্রান্ডট।

৮ ম্যাচে ৭ জয়ে জার্মানির পয়েন্ট ২১। ৬ জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নেদারল্যান্ডসের।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ