আজকের শিরোনাম :

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মূল কারণ সাংবাদিকরা!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ০৯:৩৬

বাংলাদেশ টেস্ট খেলছে ১৯ বছর পার করে ফেলল অথচ এখনো সেভাবে কিছুই করে দেখাতে পারছে না। টাইগাররা রঙিন পোশাকে যতটা না উজ্জ্বল সাদা পোশাকে ততটাই ব্যর্থ! নইলে কি- আফগানিস্তানের মতো নবাগত দল ঘরের মাটিতে এসে টেস্ট জিতে যেতে পারে! বোলিংয়ে উজ্জ্বল থাকলেও ব্যাটিংয়ে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। টাইগারদের এই ব্যাটিং বিপর্যয়ের কারণ হচ্ছে  “ক্রীড়া সাংবাদিকরা ”!

হ্যাঁ; এমনটি বলেছেন নতুন অধিনায়ক মুমিনুল হক। গতকাল ইন্দোর টেস্টের প্রথম দিনেই বাংলাদেশ গুটিয়ে যায় ১৫০ রানে। প্রথমদিনের খেলা শেষে সাংবাদিকের মুখোমুখি হন মুমিনুল; যেখানে তিনি ব্যাটিং বিপর্যয়ের কারণ হিসেবে বলেন, ‘আমি একটি কথা বলতে চাই, ব্যাপারটি হয়ত হাস্যকর লাগবে। প্রত্যেকটা সিরিজের আগে আপনাদের একটি বড় ভূমিকা থাকে। যেটা আফগানিস্তানের সঙ্গে সিরিজ শুরু করার আগেও ছিলো। কথাটি হয়তো আমার বিরুদ্ধে আসতে পারে। অন্যভাবে নিয়েন না দয়া করে।’

মুমিনুল আরও বলেন, ‘আমরা যখন আফগানিস্তানের সঙ্গে খেলি তখন আপনারা নানা এমন প্রশ্ন করেছিলেন, যেনো আমরা গুরুত্ব দিয়ে খেলছি না। বিষয়টি আমরা চিন্তা করতে না চাইলেও সেটা আপনার মাথায় ঢুকবে। জিনিসটিকে যদি আপনারা এভাবে ভাবেন তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমার কাছে মনে হয় মানসিকভাবে এই পর্যায়ে এসে আমাদের আরো শক্তিশালী হতে হবে।’

তবে সাংবাদিকদের দলের সমালোচনা না করে পাশে থাকার পরামর্শ দিয়েছেন মুমিনুল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ