আজকের শিরোনাম :

ভারতের বিপক্ষে টাইগার একাদশে সবাই শক্তিধর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০১:২৩

টি-টুয়েন্টি হাতছাড়া করার পর টাইগারদের সামনে এবার সাদা পোশাকের লড়াই। দল হিসেবে ভারতের চেয়ে যোজন যোজন পিছিয়ে সফরকারীরা। প্রতিপক্ষ টিম ইন্ডিয়া এখন অজেয় হয়ে দাঁড়িয়েছে। ঘরের মাঠে তারা সিরিজ জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে। সেই দলের বিপক্ষে লড়াই করার মানসিকতা নিয়ে ইন্দোরে খেলতে নামছে টাইগার শিবির।

ব্যাটিং ছাড়া বোলিংয়েও ভারতীয়রা এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ দল। তাদের পেস দাপটে হিমশিম খেয়েছে দক্ষিণ আফ্রিকার মতো পেস নির্ভর দলও। বাংলাদেশের পেস দুর্বলতা এমনিতেই অজানা নয় কারও। তাই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে মুমিনুলদের জন্য। তবে ভারতীয় পেসারদের সামলানো কঠিন নয় বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। তার মতে প্রস্তুতিতে ঘাটতি না থাকায় চাপমুক্ত হয়ে খেলবে বাংলাদেশ। সাকিব-তামিম না থাকায় বাংলাদেশ দল সেরা একাদশ পাচ্ছে না। তবে অধিনায়ক মুমিনুল সতীর্থদের নিয়ে লড়ে যেতে চান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
সাদমান ইসলাম, সাইফ হাসান/ ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, মুস্তাফিজুর রহমান।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ