আজকের শিরোনাম :

গাঙ্গুলিকে ছাড়িয়ে যেতে কোহলির দরকার মাত্র ১৪৬ রান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০০:৪৬

সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সামনে সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। টেস্টে আর মাত্র ১৪৬ রান করলেই কোহলি টপকে যাবেন সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে।

ভারতের জার্সিতে ১১৩টি টেস্ট খেলেছেন বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। ১৮৮ ইনিংস ব্যাটিং করে ৪২ দশমিক ১৮ গড়ে তিনি করেছেন ৭২১২ রান। অন্যদিকে ৮২ টেস্টের ১৩৯ ইনিংসেই কোহলির সংগ্রহ ৭০৬৬ রান। এ দুই টেস্টের ৪ ইনিংসে ১৪৬ রান করলেই তিনি টপকে যাবেন সৌরভকে।

কোহলির বর্তমান ফর্ম আর অতীত রেকর্ড বিবেচনা করলে ইন্দোর টেস্টে তা হওয়ার সম্ভাবনাই বেশি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এছাড়া ইন্দোরে অনুষ্ঠিত হওয়া একমাত্র টেস্টেও নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি খেলেছিলেন ২১১ রানের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে দুই বছর আগে হায়দরাবাদ টেস্টেও এ ব্যাটসম্যান ২০৪ রানের ইনিংস উপহার দিয়েছিলেন।

তবে রেকর্ড কিংবা পরিসংখ্যান যেটাই বলুক, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা থাকবে, কোহলি বাংলাদেশের বিপক্ষে যেন এ মাইলফলক ছুঁতে না পারে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ