আজকের শিরোনাম :

সাকিবের নিষেধাজ্ঞায় সতীর্থদের প্রতিক্রিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ১০:৫০

দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!! -মাশরাফি বিন মুর্তজা

১২টি মাস তোকে আমাদের দলে পাব না, এটা চিন্তা করাও আমার জন্য ভীষণ কঠিন। কিন্তু সাকিব আল হাসান, আমার কামনা আগামী বছরের এ দিনে তুই আরও শক্তিশালীভাবে ফিরে আসবি। আমরা সবাই একসঙ্গে ট্রেনিং করব, একসঙ্গে খেলব। -তামিম ইকবাল

আপনি সবার সেরা। আরও শক্তিশালীভাবে আপনি ফিরে আসবেন। -লিটন দাস

এখনও তুমি সবার সেরা এবং ভবিষ্যতেও সেরাই থাকবে। আমাদের সমর্থন সবসময় তোমার সঙ্গে থাকবে। আল্লাহ যেন তোমাকে শক্তি দেন। আরও শক্তিশালী হয়ে ফিরে আসো, চ্যাম্পিয়ন! -মাহমুদুল্লাহ রিয়াদ

বয়সভিত্তিক দল থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে ... ১৮ বছর একসঙ্গে খেলছি। তোকে ছাড়া মাঠে নামার কথা চিন্তা করাও আমার জন্য ভীষণ কষ্টের। আশা করছি চ্যাম্পিয়নের মতোই তুই শিগগির ফিরে আসবি। আমার সমর্থন সবসময় তোর সঙ্গে থাকবে, এমনকি পুরো বাংলাদেশও। শক্ত থাক, ইনশাল্লাহ। -মুশফিকুর রহিম

২২ গজের উইকেটে, ড্রেসিংরুমে, টিম বাসে, টিম হোটেলে আপনার শূন্যতা আমাদের জন্য কোনোভাবেই কাম্য নয়। আমি জানি না, এ পরিস্থিতিতে কী বলতে বা লিখতে হয়। শুধু এটুকু বিশ্বাস করি, আপনি ফিরে আসবেন, আগের চেয়ে আরও পরিণত হয়ে। কারণ আপনি সাকিব আল হাসান। -সৌম্য সরকার

ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশের ক্রিকেট চিন্তা করাটাও আমার জন্য কঠিন। আমার আশা, আপনি যে কোনো সময়ের চেয়ে আরও বেশি পরিণত হয়ে ফিরে আসবেন। আমার দোয়া সবসময় আপনার সঙ্গে থাকবে! -সাব্বির রহমান

আমি জানি না, এমন পরিস্থিতিতে কী বলা উচিত। এখনও আমার বিশ্বাসই হচ্ছে না যে, আপনাকে ছাড়া আমাদের খেলতে হবে। কিন্তু আমি জানি এবং একটা জিনিস বিশ্বাস করি যে, আপনি আরও বেশি পরিণত হয়ে ফিরে আসবেন। আমরা সে দিনের অপেক্ষায় থাকব সাকিব ভাই। -মুস্তাফিজুর রহমান

আমরা আপনাকে মিস করব ভাই। আশা করি, অতীতের চেয়ে অনেক বেশি পরিণত হয়ে আপনি ফিরে আসবেন। আপনার জন্য দোয়া রইল। - মোসাদ্দেক হোসেন সৈকত

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ