আজকের শিরোনাম :

পাপন মিথ্যা বলেছেন : সাবের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ০০:২৪

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার বিষয়ে আগে থেকে কিছুই জানতে বলেন নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতির এ কথা বিশ্বাস করতে পারছেন না বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে ২২ অক্টোবর বিসিবির সংবাদ সম্মেলনে পাপন ‘ম্যাচ ফিক্সিংয়ের খবর আসছে’ বলে যে কথা বলে ছিলেন সেই ভিডিও নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে সাবের হোসেন লিখেন, ‘আমার মনে হচ্ছে বিসিবি সবকিছুই জানতো এবং পাপন সাহেব যে বলেছেন, তার কোনো ধারণাই ছিল না, কথাটা সত্য নয়। খারাপ লাগলেও বলতেই হচ্ছে। ২২ অক্টোবরের ভিডিও ক্লিপটা দেখলে মনে হবে, আইসিসির ঘোষণার জন্য যেন তর সইছিল না পাপন সাহেবের।’

অন্য এক টুইট বার্তায় সাবের হোসেন আরও লিখেন, ‘ভণ্ডামি, সর্বোৎকৃষ্ট বা নিকৃষ্টের দ্বৈত চরিত্র। বিসিবি আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।ক্রিকেট দুর্নীতির বিরুদ্ধে সমান আবেগ দেখিয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক ম্যাচ ফিক্সিং দুর্নীতির মূলোৎপাটন না করে, ঘরোয়া ক্রিকেটে সেটাকে আরও উৎসাহিত করছে বিসিবি। লজ্জা!’

দুর্দিনে সাকিবের পাশে থাকবে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবি, পাপনের এমন আশ্বাসকে বিশ্বাস করতে পারছেন না সাবেক ক্রিকেট সংগঠক সাবের হোসেন। আরেক টুইট বার্তায় তিনি জানান, ‘শাস্তির মাত্রা অবশ্যই অপরাধের মাত্রার সঙ্গে মানানসই হতে হবে।বিসিবি শাস্তি কমানোর চেষ্টা করতে পারতো। খারাপ লাগছে যে বিসিবি সাকিবের পাশে দাঁড়ায়নি। আর এখন মায়াকান্না করে যাচ্ছে।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ