আজকের শিরোনাম :

‘ব্যাড বয়’ কথাটা ভুলতে চান আল আমিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ০৯:২৩

আরাফাত সানির মতোই সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরলেন আল আমিন। একটা সময় মনে হয়েছিল জাতীয় দলে আদৌও সুযোগ পাবেন কি না। তবে অবশেষে এবারের ভারত সফরে সুযোগ মিলল ডানহাতি পেসারের। মূলত মাঠের বাইরের ‘ব্যাড বয়’ তকমাই তাকে দল থেকে দূরে সরায়। ঘরোয়া লিগের ধারাবাহিক পারফরম্যান্সের সাথে ফিটনেসের দিকেও নজর দেন তিনি। শৃঙ্খলা নিয়ে এবার বেশ সচেতন এই পেসার।

মাঠের বাইরের প্রসঙ্গ উঠতেই নিজের অবস্থান পরিষ্কার করেন আল আমিন, অতীতের ভুল সামনে হবে না বলেও দিলেন আশ্বাস তিনি। আল আমিন বলেন, ‘এটা তো সাড়ে তিন বছর আগে ছিল। এটা ব্যাড ইমেজ বলেন, ডিসিপ্লিন বলেন সবকিছু মিলিয়ে দলের বাইরে ছিলাম। দলের বাইরে থাকলেই নিজের সমস্যা গুলো থেকে শিক্ষা পাওয়া যায়। চেষ্টা করেছি সাড়ে তিন বছরে অনেক কিছু শেখার। যে ভুলগুলো অতীতে হয়েছে, ক্রিকেটের বাইরে আগে সেগুলো আর হবে না।’

নতুন বোলিং কোচের অধীনে কাজ করতে ভালো লাগছে তার। তিনি বলেন, ‘এখানে মূলত পরিকল্পনা নিয়ে কথা হচ্ছে। স্কিল কিন্তু একেক জনের একেক রকম। পরিকল্পনা থাকে সেই অনুযায়ী কাজ করতে হয়। প্রয়োগ কিন্তু আমার দায়িত্ব। আমাকে প্ল্যান দেবেন এটা কাজে লাগাতে পারলেই বোলিংটা ভালো হবে, আমি সফল হবো। দুটোরই ভালো কম্বিনেশন থাকতে হবে। সবকিছু দুজনই (পেস বোলিং কোচ) শেয়ার করছি।’

তিন ফরম্যাটেই জাতীয় দলের প্রতিনিধিত্ব করলেও মূলত টি-টুয়েন্টি বিশেষজ্ঞ বোলারই বলা হয় আল আমিনকে। ছয় টেস্ট আর ১৪ ওয়ানডের বিপরীতে টি-টুয়েন্টি খেলেছেন ২৫ টি। ২৫ ম্যাচে উইকেট নিয়েছেন ৩৯ টি, ২০১৬ সালে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা দশেও ছিলেন। অন্য ফরম্যাটে নিজেকে মেল ধরতে না পারার কারণ জানালেন তিনি।

‘আমার যখন ২০১৩ তে অভিষেক হয়েছে, এরপর ২০১৪ তে একটা বিশ্বকাপ ছিল, ২০১৬ তে একটা বিশ্বকাপ ছিল। ২০১৫ বা ১৬ তে এশিয়া কাপ ছিল। এসময় বাংলাদেশ টি-টুয়েন্টি ফরম্যাটটা বেশি খেলেছে। ওই সময় কার্যকরী বোলিং ইউনিটের কারণে খেলতাম নিয়মিতই। টিমের যখন টি-টুয়েন্টি বেশি খেলা হয় তখন তো বেশি খেলবই। ৫-৬ টা টেস্ট খেলেছে, ১৩-১৪ টা ওয়ানডে খেলেছে। টি-টুয়েন্টি বেশি খেলেছে এজন্য টি-টুয়েন্টি ক্যারিয়ারটা বেশি সমৃদ্ধ।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ