আজকের শিরোনাম :

ভারোত্তোলনে মাবিয়ার দুই রুপা এক ব্রোঞ্জ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ০১:৩৩

এশিয়ান জুনিয়র ভারোত্তোলনে ৭১ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে দুটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত হয় জুনিয়ার মেয়েদের ৭১ কেজির এই ইভেন্ট।

ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপগুলোতে প্রতিটি ইভেন্টে দেওয়া হয় তিনটি করে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ পদক। স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও সর্বমোট- এই তিন ক্ষেত্রে দেওয়া হয় সাফল্যের স্বীকৃতি। মাবিয়া ক্লিন অ্যান্ড জার্ক ও সর্বমোট- এই দুই ক্ষেত্রে রুপা জিতেছেন। স্ল্যাচে জিতেছেন ব্রোঞ্জ পদক।

এই ইভেন্টে তিনটি স্বর্ণ পদকই জিতেছেন কোরিয়ার ভারোত্তোলন কুক হায়াং সং। তিন ক্ষেত্রেই এশিয়ান জুনিয়র রেকর্ড ভেঙেছেন তিনি। উজবেকিস্তানের লেলোহোন হুরসানোভা স্ল্যাচে রুপা ও অন্য দুই ক্ষেত্রে ব্রোঞ্জ পেয়েছেন।

২০১৬ সালে এসএ গেমসে স্বর্ণ পদকের জয়ের জন্য বৃহস্পতিবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কাছ থেকে ফ্ল্যাট বুঝে পান মাবিয়া। আরো দুই স্বর্ণ জয়ী তারকা- শুটার শাকিল আহমেদ ও সাঁতারু মাহফুজা খাতুন শীলাকেও ফ্ল্যাট বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী।

এই আসরে অংশ নেওয়ার জন্য মাবিয়া অবশ্য সেদিন গণভবনে উপস্থিত থাকতে পারেননি। মাবিয়ার বাবা ছিলেন তার অনুপস্থিতে। তবে ফ্ল্যাট বুঝে পাওয়ার দিন রাতেই সাফল্যের গল্প লিখেছেন মাবিয়া।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ