আজকের শিরোনাম :

রোমারিওকে টপকে গেলেন নেইমার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ১৩:৩৬

ঢাকা, ২৩ জুন, এবিনিউজ : বিশ্বকাপ শুরুর আগে ছুঁয়েছিলেন রোমারিওকে। বিশ্বকাপে পূর্বসূরিকে ছাড়িয়ে গেলেন নেইমার। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন এককভাবে তৃতীয় স্থানে পিএসজির এ তারকা ফরোয়ার্ড।

বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের দুটি প্রস্তুতি ম্যাচে দুই গোল করে রোমারিওর ৫৫ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন নেইমার। সেন্ট পিটার্সবার্গে শুক্রবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলের জয়ে একটি গোল করে রোমারিওকে ছাড়িয়ে গেছেন নেইমার (৫৬ গোল)।

ব্রাজিলের দুটি গোলই এসেছে যোগ করা সময়ে। ৯১ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন ফিলিপে কুতিনহো। আর ৯৭ মিনিটে ব্রাজিলের জয় নিশ্চিত করেন নেইমার।

২৬ বছর বয়সী নেইমার ৫৬ গোল করলেন ৮৭ ম্যাচে। দেশের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় তার ওপরে আছেন শুধু রোনালন্ডো ও পেলে। আর ৬ গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন সাবেক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার রোনালন্ডোকে (৬২)। কিংবদন্তি পেলের (৭৭) থেকে পিছিয়ে আছেন ২১ গোল।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ