ইনিয়েস্তার বিকল্প পেল বার্সেলোনা!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ০৯:১৬

এক কথায় আন্দ্রেস ইনিয়েস্তার অভাব এখনো পূরণ করতে পারেনি বার্সেলোনা। মাঠ কিংবা মাঠের বাইরে সবখানেই তিনি একজন নক্ষত্র ছিলেন। তবে এবার সামান্য আলো দেখতে পাচ্ছে কাতালানরা। নতুন ইনিয়েস্তার খোঁজ পেয়েছে বার্সা! সূত্র-মার্কা

লাস পালমাস পেদ্রি নামের এক কিশোরের সঙ্গে গত দল-বদলের মৌসুমে চুক্তি করেছে বার্সা; পাঁচ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই কিশোরকে নিয়েছে তারা। কালতালানদের প্রত্যাশা এই অ্যাটাকিং মিডফিল্ডারই ‘ইনিয়েস্তা’ হয়ে উঠবেন!

১৬ বছর বয়সী বার্সার মাঝমাঠের এই নতুন ইনিয়েস্তা অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়েছেন স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী ইনিয়েস্তার নাম, ‘আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ইনিয়েস্তা। তবে আমার বাবা আমাকে (মাইকেল) লওড্রাপের ভিডিও দেখায়।’

বার্সেলোনার সঙ্গে ২২ বছরের বন্ধন ছিল ইনিয়েস্তার। ক্যারিয়ারে ৬৬৯টি ম্যাচে অংশ নিয়েছিলেন। তার গোলের সংখ্যাটা ছাড়িয়েছে অর্ধশতকের ঘর। দীর্ঘ এই পথচলায় কাতালান ক্লাবটির হয়ে জিতেছেন আটটি লা লিগা। চারটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। কোপা দেল রে জিতেছেন ছয়বার। ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন তিনবার। এ ছাড়া সাতবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা, তিনবার উয়েফা সুপার কাপের শিরোপা হাতে তোলার সৌভাগ্য হয়েছে ইনিয়েস্তার।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ