আজকের শিরোনাম :

গাঙ্গুলী ও ইমরানের মধ্যে মিল রয়েছে: শোয়েব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ০০:৪৫

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী। বুধবার (২৩ অক্টোবর) কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই বিসিসিআইয়ের সর্বোচ্চ এই আসনে বসবেন তিনি। গোটা দেশ জুড়েই বেহালার বাঁ হাতিকে নিয়ে বন্দনা চলছে। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে সৌরভের প্রতি শুভেচ্ছা বার্তা।

এবার সৌরভে আস্থা জ্ঞাপন করলেন স্বয়ং শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রশংসার বানী শোনালেন তিনি।

শোয়েব বলেন, গাঙ্গুলী ও ইমরান খানের মধ্যে মিল রয়েছে। সে নতুন প্রতিভায় বিশ্বাসী, দ্বিতীয়ত ভারতে খেলার জন্য সে প্রতিভাবানদের দিকে নজর দেন। এটা অনেকটা ইমরান খানের মতো, সেও প্রতিভাবানদের তুলে এনে পাকিস্তানকে জেতাতে সাহায্য করেছেন।

সৌরভের প্রসংশা করে তিনি জানান, প্রিন্স অব কলকাতা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়ে আইসিসিতে ভারতের শক্ত অবস্থার জানান দেবেন। তিনি খেলাটিকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখবেন বলে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বিশ্বাস।

শোয়েব আরও বলেন, গাঙ্গুলীর বিসিসিআইয়ের সভাপতি হওয়াটা খুবই ভালো সংবাদ। সে ভারতের অধিনায়ক থাকাকালীনও দলে দারুণ পরিবর্তন এনেছিলেন। ৯০’র দশকে আমি কখনো চিন্তা করতে পারিনি ভারত পাকিস্তানকে হারাতে পারবে। তবে সে এসে সব পরিবর্তন করে দিলেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ