আজকের শিরোনাম :

দ্বিতীয় ম্যাচে ড্র করলো বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯, ০০:৫২

'ওয়ালটন বাংলাদেশ-ওমান অনূর্ধ্ব-২১ হকি টেস্ট সিরিজ-২০১৯’র দ্বিতীয় ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। বুধবার (৯ অক্টোবর) মওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলাদেশকে ২-২ গোলে রুখে দিয়েছে ওমান। প্রথম ম্যাচে ওমানকে ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। সিরিজে বাংলাদেশ এগিয়ে ১-০ ব্যবধানে।

এদিন ম্যাচে নিজেদের অনেকটাই গুছিয়ে নেয়। প্রথম দুই কোয়ার্টারে দুই দলের মাঝে হয় হাড্ডাহাড্ডি লড়াই। ১২ মিনিটে ওমানের রাশেদ আল ফাজারির ওয়ান অন ওয়ান চান্স ফিরিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর। দ্বিতীয় কোয়ার্টারে কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ পায় বাংলাদেশ। তবে রাজীব দাসের শট ফিরিয়ে দেন ওমান গোলরক্ষক ইদ্রিস আল বুলুশি।

তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই লিড নেয় বাংলাদেশ। মাহবুব হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৪ মিনিটে রাশেদ আল ফাজারির পেনাল্টি কর্নারে সমতায় ফেরে ওমান। ৪১ মিনিটে এবার রাশেদ আল ফাজারির ফিল্ড গোলে ২-১ এ লিড নেয় ওমান। দুই মিনিট পরেই সোহানুর রহমান সবুজ গোল করে ম্যাচে সমতা আনেন।

এই সিরিজে বাংলাদেশ ও ওমান অনূর্ধ্ব-২১ হকি দল ৫টি ম্যাচ খেলবে। সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। শুক্রবার বিকেল ৪টায় ও শনিবার সন্ধ্যা ৬টায় আবার মুখোমুখি হবে দল দু’টি। রোববার ও সোমবার বিরতির পর মঙ্গলবার বিকেল ৪টায় সিরিজের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ-ওমান। ১৬ অক্টোবর বাংলাদেশ ছাড়বে ওমান দল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ