আজকের শিরোনাম :

র‍্যাঙ্কিংয়ে অবনতির পর ব্রাজিল দলে ৩ নতুন মুখ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫১

ফিফার র‌্যাঙ্কিংয়ের একধাপ অবনতি হয়েছে ব্রাজিলের। তৃতীয় স্থানে আছে সেলেসাওরা। চলতি মাসে দুটি প্রীতি ম্যাচের একটিতে মান বাচলেও আরেক ম্যাচে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। খুব একটা ভালো সময়ে কাটছে না সেলেসাওদের। এসবের মধ্যে ব্রাজিল দল নিয়ে নড়েচড়ে বসেছেন ক্লাব কর্তারা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন গোলরক্ষক সান্তোস, ডিফেন্ডার রেনান লোদি ও মিডফিল্ডার ম্যাথিউস হেনরিক।

আগামীমাসে সেনেগাল (১০ অক্টোবর) ও নাইজেরিয়ার (১৩ অক্টোবর) বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াডে ডাক পেয়েছেন গ্যাব্রিয়েল বারবোসা। ২০১৬ সালে কোপা আমেরিকা সেন্টানারিওতে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি।  নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। দলে ফিরেছেন এভারটন।

ব্রাজিল দল :

গোলরক্ষক : এডারসন, ওয়েভারটন, সান্তোস

ডিফেন্ডার : দানি আলভেজ, রেনান লোদি , অ্যালেক্স সান্দ্রো, রদ্রিগো চাইও, মার্কিনহোস, থিয়াগো সিলভা, এডার মিলিতাও, দানিলো

মিডফিল্ডার : কাসেমিরো, ম্যাথিউস হেনরিক, আর্থার, ফাবিনহো, লুকাস পাকেতা, কৌতিনহো

ফরোয়ার্ড : রবার্তো ফিরমিনো, নেইমার, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, এভারটন, গাব্রিয়েল বারবোসা

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ