আজকের শিরোনাম :

জিম্বাবুয়ের জয়ের জন্য দরকার ১৫৬ রান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৯

শুরুর মেজাজটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারলো না আফগানিস্তান। দুই ওপেনর হজরতুল্লাহ জাজাই এবং রহমতুল্লাহ গুরবাজ টি-২০ ক্রিকেটের পুরো সৌন্দর্য নিয়েই হাজির হয়েছিলেন। ইনিংসের নবম ওভারে যখন ওপেনার হজরতুল্লাহ বিদায় নেন তখন আফগানদের রান ৮৩। ২৪ বলে ৩১ রানে ফেরেন জাজাই। রহমতুল্লাহ তখনো কচুকাটা করে চলেছেন জিম্বাবুয়ের বোলারদের। কিন্তু শুরুতে ঝড়ো মেঘের যে গর্জন শোনা যাচ্ছিলো শেষ পর্যন্ত তা পরিণত হয় উইকেট বর্ষণে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করেছে। 

১৪তম ওভারে ৬১ রান করা রহমতুল্লাহকে ফেরান শেন উইলিয়ামস। আর এখান থেকেই শুরু হয় আফগান ব্যাটসম্যানদের ধস।

ক্রিস এমপুফু রান খরচা একটু বেশি করলেও তুলে নেন ৪টি উইকেট। শেষ ১০ ওভারে ৭১ রান তুলতে গিয়ে ৭টি উইকেট হারায় রশিদ খানের দল।

চলমান ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ হেরে এরিমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে জিম্বাবুয়ের। অন্তত একটি জয় নিয়ে দেশে ফেরার জন্য তাদের করতে হবে ১৫৬ রান।

স্কোর:

আফগানিস্তান ১৫৫/৮ (২০) রহমতুল্লাহ ৬১, হজরতুল্লাহ ৩১; এমপুফু ৩০/৪, মুতম্বজি ১৮/২।


এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ