আজকের শিরোনাম :

অধিনায়কের বিদায় স্মরণীয় করে রাখতে চাইবে জিম্বাবুয়ে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫২

আইসিসি কর্তৃক নিষিদ্ধ জিম্বাবুয়েকে ক্রিকেট খেলার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে সঙ্গে নিয়ে আয়োজন করেছে ত্রিদেশীয় সিরিজ। ইতোমধ্যেই টুর্নামেন্টে তিন ম্যাচ হেরে বাদ পড়েছে জিম্বাবুয়ে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে খেলতে নামবে তারা।

এ ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ইতি টানবেন হ্যামিল্টন মাসাকাদজা। তিনি দীর্ঘ ১৮ বছর জিম্বাবুয়ের জার্সিতে খেলেছেন। এ সময়ে তিনি জিম্বাবুয়ের হয়ে ৩৮টি টেস্ট, ২০৯টি ওয়ানডে ও ৬৪টি টি-টুয়েন্টিতে অংশগ্রহণ করেছেন। জিম্বাবুয়ের সোনালি সময় ও দুঃসময়- দুই সময়েই খেলেছেন মাসাকাদজা। জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটারের তালিকায়ও থাকবে তার নাম।

এ সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছিলেন জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ফলে আফগানদের বিপক্ষে এ ক্রিকেটার খেলবেন নিজের বিদায়ী ম্যাচ। এ ম্যাচ জিতে সতীর্থরা অধিনায়কের বিদায়কে স্মরণীয় করে রাখতে চাইবে। মাসাকাদজাও চাইবেন শেষটা জয় দিয়ে শেষ করতে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ