আজকের শিরোনাম :

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

এক আর্জেন্টাইনে বিধ্বস্ত রিয়াল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৯

আর্জেন্টাইন সুপারস্টার অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া গোলে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচে আলো ছড়িয়েছেন মারিয়া একাই; দুর্দান্ত খেলে ম্যাচ সেরার পুরষ্কারও জিতেছেন তিনি। তার জোড়া গোলের সুবাদে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শুরুটা জয় দিয়ে করল পিএসজি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) 'এ' গ্রুপের প্রথম ম্যাচে ডি মারিয়ার জোড়া গোলে ৩-০ গোলের জয় পেয়েছেন টমাস টুখেলের দল। মারিয়া ছাড়াও গোল পেয়েছেন পিএসজির বেলজিয়ান ডিফেন্ডার থমাস মেউনিয়ার।

পিএসজির একাদশের বাইরে ছিলেন দলের সেরা তারকা নেইমার-কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানি। তাদের না থাকাটা বুঝতেই দেননি মারিয়া-ইকার্দিরা। ইউরোপ সেরার এই প্রতিযোগিতায় আগের মৌসুমে ফাইনাল স্টেজের দুই দেখায় হারে পিএসজি। সেই হারের শোধ হয়ত নিজেদের মাটিতেই নিল ফরাসি জায়ান্টরা।

নিজেদের মাটিতে যে ফরাসি জায়ান্টরা সেরা তা ম্যাচের নিয়ন্ত্রণ দেখলেই বোঝা যায়- অধিকাংশ সময় বল নিজেদের দখলে রাখা পিএসজি রিয়ালের গোল মুখে শট নেয় ৫টি; যেখানে কিনা রিয়াল একটিও নিতে পারেননি। এছাড়া পুরো ম্যাচের ৫৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।

রিয়াল ম্যাচের প্রথমার্ধেই দুই গোল হজম করে ফেলে; ১৪তম মিনিটে হুয়ান বের্নাতের পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে পোস্ট ঘেঁষে বল লক্ষ্যে পাঠান রিয়ালেরই সাবেক খেলোয়াড় মারিয়া।

এগিয়ে গিয়ে শুরুর ছন্দ ফিরে যায় টুখেলের শিষ্যরা। একের পর এক আক্রমণে রিয়ালের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে তারা। ফলে দ্বিতীয় সাফল্য পেতে সময় লাগেনি তেমন- ম্যাচের ৩৩তম মিনিটে ইদ্রিসা গেয়ির পাস ডি-বক্সের বাইরে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে থিবো কর্তোয়াকে পরাস্ত করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া।

২-০ গোলে পিছিয়ে পড়ে দিশেহারা হয়ে পড়া রিয়ালকে স্বস্তি এনে দিয়েছিলেন গ্যারেথ বেল; ৩৪তম মিনিটে দুর্দান্ত এক ভলিতে জালে বল পাঠান ওয়েলস ফরোয়ার্ড; তবে ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি (হ্যান্ডবল ছিল)।

দ্বিতীয়ার্ধে নেমে যে গোল শোধ করবে রিয়াল তা তো হয়নি উল্টো যোগ করা সময়ে তারা খেয়ে বসে আরেকটি গোল। ডি-বক্সে বের্নাতের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন বেলজিয়ামের ডিফেন্ডার থমাস মেউনিয়ার।

এই গ্রুপের আরেক ম্যাচে বেলজিয়ামের দল ক্লাব ব্রুজের মাঠে গোলশূন্য ড্র করেছে তুরস্কের গালাতাসারাই। 'এ' গ্রুপের আগামী ২৭ নভেম্বর রিয়ালের মাঠে আসবে পিএসজি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ