আজকের শিরোনাম :

মেসির ফেরার ম্যাচে হোঁচট খেল বার্সেলোনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৬

প্রায় ৭৩ দিন পর বার্সেলোনায় ফিরলেন লিওনেল মেসি। তবে প্রত্যাবর্তনটা খুব একটা সুখের হলো না। আক্রমণের পসরা সাজিয়েও বরুশিয়া ডর্টমুন্ডের জালে বল পাঠাতে পারল না বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শুরুতেই পয়েন্ট হারাল এর্নেস্তো ভালভার্দের দল।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে ‘এফ’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। প্রথমার্ধে আক্রমণ দুদলের মধ্যে থাকলেও দ্বিতীয়ার্ধে তেমন আক্রমণ করেতে পারেনি কাতালানরা। হেরেই বাড়ি ফিরতে হতো লা লিগা চ্যাম্পিয়নদের; কেবল জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের দুর্দান্ত সব সেভে রক্ষা পেল বার্সা। ম্যাচ সেরার পুরষ্কারও জিতেছেন টের স্টেগেন।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ডি-বক্সে জেডন স্যানচোকে ডিফেন্ডার নেলসন সেমেদো ফাউল করলে পেনাল্টি পায় ডর্টমুন্ড। তবে রয়েসের শট বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন টের স্টেগেন।

ম্যাচের ৬০তম মিনিটে আনসু ফাতিকে উঠিয়ে দলের সেরা তারকা মেসিকে নামালেও ভাগ্য সহায় হয়নি কাতালানদের। বরং দ্বিতীয়ার্ধে ডর্টমুন্ডের কাউন্টার অ্যাটাক সামালতেই বেস্ত ছিল বার্সার ডিফেন্ডাররা।

তবে প্রথমার্ধে দুর্দান্ত খেলেছেন বিশ্বকাপ জয়ী ফ্রান্স তারকা আঁতোয়া গ্রিজম্যান। বেশ কটি সুযোগ পেলেও জালের দেখা পাননি; এছাড়া বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হওয়া ডি জংগ ছিলেন কিছুটা নিষ্প্রাণ; মাঝে মাঝে কিছু শট তিনি মিস করেছেন- এছাড়া আনসুর কিছু দুর্দান্ত ড্রিভ্লিং দেখার সৌভাগ্য হয়েছে ভক্তদের।

পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ যথারীতি বার্সার দখলেই ছিল- ৫৯ শতাংশ বল নিজেদের দখলে রেখে কাতালানরা ডর্টমুন্ডের গোলমুখে অনটার্গেটে শট নিয়েছে কেবল একটি! বিপরীতে ৭টি অনটার্গেট শট নিয়েছে স্বাগতিকরা।

এছাড়া দুদলের বল পাস' এর দিক থেকেও এগিয়ে স্প্যানিশ জায়ান্টরা; মোট ৬৬৪টি পাস দিয়েছেন একে অন্যকে; যেখানে ৪৬৩টি ডর্টমুন্ডের।

এফ’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে চেক রিপাবলিকের চ্যাম্পিয়ন স্লাভিয়া প্রাহার সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করেছে ইতালির ইন্টার মিলান।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ