আজকের শিরোনাম :

ময়মনসিংহে জাতীয় গ্রীষ্মকালীন ফুটবলে কলসিন্দুর বিদ্যালয় চ্যাম্পিয়ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৯

জাতীয় পর্যায়ে ৪৮তম গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন নান্দাইলকে হারিয়ে ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হয়েছে সেই কলসিন্দুর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এদিকে ছেলেদের ফুটবলে খেলায় গফরগাঁও সরকারী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে ঈশ্বরগঞ্জ চরনিকলা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা পর্যায়ের ফাইনাল খেলা বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারনে খেলা দেরিতে শুরু হওয়ায় খেলার সময় কমিয়ে আনা হয়েছে।  মাঠে কলসিন্দুরের মেয়েরা চমৎকার খেলা উপহার দিলেও কাঙ্খিত গোল পায়নি। অবশেষে ট্রাইবেকারে জয়লাভ করে মেয়েরা। জয়ের আনন্দে মাঠেই কান্নাকাটি শুরু করে মেয়েরা। গতবারে হারের প্রতিশোধটা যেন নেওয়া হয়ে গেল। এ জয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটা এগিয়ে গেল।

খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কলসিন্দুর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ রতন মিয়া, সহকারী অধ্যাপক মালা রানী সরকার, জবেদ তালুকদার, মঞ্জুরুল হক এবং জয় কোচ জুয়েল মিয়া।
 

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ