আজকের শিরোনাম :

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৭ | আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১২

ত্রিদেশীয় সিরিজে রাউন্ড রবিন লিগের ঢাকা পর্বের সবশেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ।

টস জিতে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান।  আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।

দুই দলের সবশেষ লড়াইয়ে পাত্তাই পায়নি টীম টাইগার। আফগানিস্তানের বিপক্ষে হেরেছে চট্টগ্রাম টেস্টে। দুই দল এবার মুখোমুখি হচ্ছে নতুন মঞ্চে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ঢাকা পর্বের সবশেষ ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসান ও রশিদ খানের দল।

টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ভালো নয়। সবশেষ দেখায় তিন ম্যাচের সিরিজে ভারতে হোয়াইটওয়াশড হয়েছিল তারা। সেই রেকর্ড উজ্জ্বল করার লক্ষ্য মাঠে নামবে স্বাগতিকরা।.

বাংলাদেশের জন্য এই ম্যাচে বড় চ্যালেঞ্জ আফগানদের ব্যাটিং শক্তি। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রানের পাহাড় গড়েছিল রশিদ খানের দল। তাছাড়া সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের একমাত্র ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয় দলটির আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। 

অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের জয়টা বেশ কষ্টসাধ্য ছিল। সফরকারীদের ছুড়ে দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে আফিফ হোসেন ধ্রুব’র ৫২ রানের ইনিংসে ভর করে জয় তুলে নেয় স্বাগতিক দল। তবে উইকেট হারাতে হয়েছে ৭টি। তাছাড়া এই ম্যাচের প্রতিপক্ষ আফগানরা তুলনামূলকভাবে টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী দল। সাকিবদের জন্য তাই কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হজরতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাঈব, নাজিব তারাকাই, রহমতুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আসগর আফগান, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, করিম জানাত, ফরিদ মালিক।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ