আজকের শিরোনাম :

ফাতি-সুয়ারেজের নৈপুণ্যে বার্সার দুর্দান্ত জয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৫

আগের ম্যাচে বার্সেলোনার হয়ে নিজের প্রথম গোল করেছিলেন। আনসু ফাতি হয়ে গিয়েছিলেন লা লিগায় বার্সেলোনার সর্বকনিষ্ঠ গোলদাতা। ১৬ বছর বয়সী ফরোয়ার্ড এবার প্রথমবারের মতো শুরুর একাদশে নেমেই পেলেন গোল। জোড়া গোলে ফেরাটা রাঙালেন লুইস সুয়ারেজ। তাতে ভ্যালেন্সিয়াকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে লা লিগায় জয়ে ফিরেছে বার্সেলোনা।

ন্যু ক্যাম্পে শনিবার রাতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই বার্সাকে এগিয়ে দেন ফাতি। ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের বাড়ানো বলে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তরুণ ফরোয়ার্ড।

৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং। এবার ডি ইয়ংয়ের গোলে সহায়তা করেন ফাতি। ফাতির দারুণ পাস থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান ডি ইয়ং।

ম্যাচের ২৭ মিনিটে ভ্যালেন্সিয়ার হয়ে ব্যবধান কমান কেভিন গামেইরো। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বার্সা। ৫১ মিনিটে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন জেরার্ড পিকে।

৬০ মিনিটে ফাতির বদলি হিসেবে মাঠে নামেন চোটের কারণে আগের দুই ম্যাচ খেলতে না পারা সুয়ারেজ। মাঠে নেমেই গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার।

৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোলও পেয়ে যান সুয়ারেজ। বার্সা এগিয়ে যায় ৫-১ গোলে। আঁতোয়ান গ্রিজমানের কাছ থেকে বল পেয়ে দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। যোগ করা সময়ে গোমেজের গোলে অতিথিরা পরাজয়ের ব্যবধানই কমাতে পারে শুধু।

৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। রিয়াল মাদ্রিদ ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ