আজকের শিরোনাম :

আফগানদের ৭ বলে ৭ ছক্কার রেকর্ড!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৮

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়ে শুভ সূচনা করল আফগানিস্তান। আগে ব্যাট করে আফগানরা ১৯৭ রানের পাহাড়সম রান স্কোরবোর্ডে জমা করে। জবাবে জিম্বাবুয়ে থামে ১৬৯ রানে।

ব্যাট হাতে এ দিন ঝড় তোলেন দুই আফগান ব্যাটসম্যান মোহাম্মদ নবী ও নাজীবুল্লাহ জাদরান। নাজিবুল্লাহ করেন ৬৯ ও নবী করেন ৩৮ রান। এছাড়া ওপেনার রহমানুল্লাহ করেন ৪৩ রান। পুরো ইনিংসে ১৫টি ছক্কা হাঁকায় আফগান ব্যাটসম্যানরা। যার মধ্যে নবী ও নাজিবুল্লাহই হাঁকান ১০টি।  এ দুইজনের ১০৭ রানের বিধ্বংসী জুটিতেই এই সংগ্রহ পায় আফগানরা।

এছাড়া অনন্য এ কৃতিত্ব অর্জন করেন নবী ও নাজিবুল্লাহ। দুইজন মিলে টানা ৭ বলে ৭টি ছক্কা হাঁকান। এ ছক্কা ঝড় শুরু করেন নবী। ১৭তম ওভারের শেষ চার বলে চার ছক্কা হাঁকান তিনি।  টেন্ডাই চাতারার ওই ওভারে আসে ২৬ রান। এরপর ১৮তম ওভারের প্রথম তিন বলেও ছক্কা হাঁকান আফগান ব্যাটসম্যান নাজিবুল্লাহ। এবার বোলার নেভিল মাদজিভা। এ দুই ওভারে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৫১ রান।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ