আজকের শিরোনাম :

উরুগুয়ের বিপক্ষে মিসর একাদশে নেই সালাহ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০১৮, ১৭:৫৪

ঢাকা, ১৫ জুন, এবিনিউজ : দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের খেলতে নামছে মিশর। কিন্তু এর মধ্যেই দুঃসংবাদ এসে ভর করল দলটিতে। শুক্রবার উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই শুরু একাদশে থাকছেন না দলটির সেরা তারকা মোহাম্মদ সালাহ। অথচ বৃহস্পতিবারই মাঠের ফেরার কথা জানিয়েছিলেন সালাহ নিজে। বাংলাদেশ সয়ম সন্ধ্যা ৬টায় একাতেরিনবার্গে ‘বি’ গ্রুপের খেলায় মাঠে নামবে মিশর।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কাঁধের চোটে পড়েন সালাহ। সার্জিও রামোসের ট্যাকলে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। মনে হচ্ছিল, বিশ্বকাপটাই শেষ হয়ে যাবে। তবে খুব দ্রুতই সেরে উঠেছেন 'মিসরের রাজা'। অনেকটাই সুস্থ হয়ে উঠায় উরুগুয়ের বিপক্ষে আজকের ম্যাচে শুরু থেকেই খেলার কথা ছিল তার। তবে দলের সেরা তারকাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না মিসর। এজন্যই তিনি শুরুর একাদশে থাকছেন না।


মিসর একাদশ : মোহামেদ এল শেনাউই, আহমেদ ফাতহি, আহমেদ হেগাজি, আলি গাবর, মোহামেদ আবদেল-শাফি, মোহামেদ এলনেনি, তারেক হামেদ, আমর ওয়ারাদা, আবদুল্লাহ আলসাঈদ, ত্রেজিগেত, মারওয়ান মোহসেন।

উরুগুয়ে একাদশ : ফার্নান্দো মুসলেরা, গুইলার্মো ভারেলা, মারিয়া গিমেনেজ, দিয়েগো গোডিন, মার্টিন কেসেরাস, রদ্রিগো বেনটাঙ্কুর, ম্যাতিয়াস ভেকিনো, নাহিটান নান্দেজ, ডি অ্যারাসকায়েতা, এডিনসন কাভানি, লুইস সুয়ারেজ।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ