আজকের শিরোনাম :

সৌদি আরবকে গোল বন্যায় ভাসিয়ে রাশিয়ার শুভ সূচনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০১৮, ২৩:২৮ | আপডেট : ১৫ জুন ২০১৮, ১০:৩৮

ঢাকা, ১৪ জুন, এবিনিউজ : সর্বশেষ ১৬ বছর আগে জাপানের কবে উইং স্টেডিয়ামে তিউনিশিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পায় রুশরা। এরপর ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপের বাচাই পর্ব পার করতেই পারেনি ইউরোপের দেশটি। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও একটি ম্যাচেও জয় পায়নি দলটি।

২০১৮ ফুটবল বিশ্বকাপের প্রথমম্যাচে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে বড় জয় পেয়েছে আয়োজক দেশ রাশিয়া। উদ্বোধনী দিনে জাতীয় স্টেডিয়ামে থাকা হাজারো দর্শককে হতাশ করেনি স্বাগতিকরা। মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা।

ম্যাচের শুরুতেই ২ মিনিটের মাথায় কর্নার পায় রাশিয়া। কিন্তু বাজে ক্রসের জন্য ভেস্তে যায় সেই কর্নার। ম্যাচের ১০ মিনিটে ডি বক্সের ভেতর দুর্বল শট নেন জাগোয়েভ কিন্তু সৌদি রক্ষণভাগের গায়ে লেগে বাইরে গেলে কর্নার পায় রাশিয়া। কর্নার থেকে রুশ মিডফিল্ডারের বাড়ানো বল ডি বক্স থেকে ফেরালে তা যায় লেফট উইংয়ে থাকা গলোভিনের কাছে।

রুশ এই মিডফিল্ডারের দুর্দান্ত ক্রসে ১২ মিনিটে মাথা ছুঁয়ে বিশ্বকাপের প্রথম গোলটি করেন মিডফিল্ডার ইউরি গ্যাজিন্সকি। জাতীয় দলের জার্সি গায়ে এটিই তার প্রথম গোল। ২০০৬ সালের পর প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম অন টার্গেট শটেই গোল করলেন গ্যাজিন্সকি।

প্রথম গোলের দু মিনিট পরেই গোলের সুযোগ পেয়েছিল রাশিয়া। কিন্তু সমলভের শট সৌদি রক্ষণভাগের ফুটবলারের পায়ে লেগে প্রতিহত হয়ে গোলমুখে যাওয়ার সময় পাঞ্চ করে সৌদিকে বিপদ থেকে রক্ষা করেন সৌদি গোলরক্ষক আল মায়ুফ। ২৫ মিনিটে পায়ের পেশীতে টান লেগে মাঠ ছাড়েন রাশিয়ার জাগোয়েভ। তার পরিবর্তে মাঠে নামেন ভিয়ারিয়ালে খেলা চেরিশভ।

খেলার ২৮ মিনিটে ৩০ গজ দূর থেকে আল দাওসারির নেওয়া দূর পাল্লার লক্ষ্যভ্রষ্ট শট কেবল হতাশাই বাড়ায় সৌদি আরবের। ৩৬ মিনিটে সৌদি রক্ষণভাগের ফুটবলার ওসামা হাওজাবির করা ট্যাকেলে ডি বক্সের ভেতর সমলভ পড়ে গেলে পেনাল্টির আবেদন করেন। কিন্তু রেফারি ছিলেন অনড়।

প্রথমার্ধ শেষ হওয়ার দু মিনিট আগে মিডফিল্ডার রোমান জবনিনেরের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের ভেতর দু’জনকে কাটিয়ে দর্শণীয় এক গোল করেন বদলি হিসেবে নামা ড্যানিস চেরেশভ। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রাশিয়া।

বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে ২৫ গজ দূর থেকে সামেদভের শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ৫৬ মিনিটে গোলের সহজ সুযোগ পেয়েছিল সৌদি আরব। আল বুরাকের ডি বক্সের ভেতর বাড়ানো ক্রসে আল জসিম ও আল সাহলাভি দুজনেই পা লাগাতে ব্যর্থ হন। কিন্তু ৭১ মিনিটে আবারো এগিয়ে যায় রাশিয়া। এবারও বদলি খেলোয়াড়ের গোলে ব্যবধান বাড়ায় তারা।

গলোভিনের দারুণ ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে রাশিয়াকে ৩-০ গোলের লিড এনে দেন আর্তেম জিউভা। বদলি হিসেবে নামার ৮৮ সেকেন্ডের মাথাতেই গোল করলেন তিনি। একটুর জন্য বদলি হিসেবে নেমে দ্রুত গোলের রেকর্ডটি নিজের করে নিতে পারেননি তিনি। ২০০২ সালে পোল্যান্ডের জিলাকও মাত্র ৫৯ সেকেন্ডে গোল করেছিলেন।

এদিন রাশিয়ার হয়ে দুটি গোল করেন ডেনিশ চেরিশেভ (৪৩, ৯০+১)। এছাড়া একটি করে গোল করেছেন ইউরি গাজিনস্কি (১২), আর্টেম ডিউবা (৭১) ও আলেক্সান্দর গোলোভিন (৯০+৪)।

আগামী একমাস ধরে চলবে ৮টি গ্রুপে থাকা ৩২ দলের জমজমাট ফুটবল যুদ্ধ। ‘এ’ গ্রুপের ম্যাচে আজ বৃহস্পতিবার জয় নিয়ে এগিয়ে গেলো রাশিয়া। গ্রুপের অপর দুই প্রতিপক্ষ মিশর ও উরুগুয়ে শুক্রবার সন্ধ্যা ৬টায় মাঠে নামবে।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ