আজকের শিরোনাম :

স্টোকসের ব্যাটে ইংলিশদের অবিশ্বাস্য জয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ০০:১৯

চলমান অ্যাশেজ সিরিজের শ্বাসরুদ্ধকর হেডিংলি টেস্টে অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। স্টোকসের অপরাজিত ১৩৫ রানের ওপর ভর করে ম্যাচটি জিতে নেয় ইংলিশরা। এ জয়ের ফলে সিরিজে ১-১ এ সমতায় ফিরল স্বাগতিকরা।

৩৫৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৫ রানেই দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। এরপর জো ডেনলিকে নিয়ে শতরানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন অধিনায়ক জো রুট। ১৪১ রানে ডেনলির বিদায়ে এ জুটি ভাঙে। ১৫৯ রানে ৭৭ রান করে রুটও আউট হয়ে যান। এরপর একাই হাল ধরেন বিশ্বকাপ ফাইনালের নায়ক স্টোকস। তবে বাকিদের ব্যর্থতায় ২৮৬ রানেই ৯ উইকেটে হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে ইংল্যান্ড। এরপর শেষ উইকেট জুটিতে জ্যাক লিচকে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে তোলেন যেখানে লিচের অবদান মাত্র ১ রান। এটি রান তাড়ায় ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়। এছাড়া অ্যাশেজ ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এবং টেস্ট ইতিহাসে এগারোতম বারের মতো সাড়ে তিনশো রানের বেশি তাড়া করে জেতার নজির দেখল ক্রিকেট বিশ্ব।

এর আগে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে আর্চারের বোলিং তোপে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ১৭৯ রানেই গুঁটিয়ে যায় তারা। দলের হয়ে লেবুশেইনি ৭৪ ও ওয়ার্নার ৬১ রান করেন। আর্চার ৬ উইকেট শিকার করেন।

জবাবে লজ্জার রেকর্ডই গড়ে ইংলিশরা। নিজেদের মাঠে মাত্র ৬৭ রানেই গুঁটিয়ে যায় তারা যা একুশ শতকে তাদের সর্বনিম্ন স্কোর। দলের হয়ে একমাত্র জোন ডেনলি দুই অঙ্কে পৌঁছাতে পারেন। তিনি সর্বোচ্চ ১২ রান করেন। অজি বোলার হ্যাজেলউড ৫টি, কামিন্স ৩টি ও প্যাটিনসন ২টি উইকেট শিকার করেন। ফলে ১৭৯ রান করেও ১১২ রানের লিড পায় অস্ট্রেলিয়া।

লিড নিয়েও স্বস্তিতে থাকতে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৯৭ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা। এরপর ম্যাথু ওয়েডকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন লাবুশেইনি। এ জুটিতে আসে ৬৬ রান। ১৬৩ রানের মাথায় আউট হন ওয়েড। ১ রানের ব্যবধানে অধিনায়ক টিম পেইনও আউট হলে আবারও বিপর্যয়ে পড়ে সফরকারীরা। তবে বোলারদের নিয়ে ছোটছোট জুটি গড়ে তুলেন লেবুশেইনি। তার ৮০ রানের ওপর ভর করে ২৪৬ রানের সংগ্রহ পায় অজিরা। ফলে ইংলিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫৯ রানের। ইংল্যান্ডের হয়ে স্টোকস ৩টি, ব্রড ও আর্চার ২টি করে উইকেট শিকার করেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ