আজকের শিরোনাম :

শুরুর ধাক্কা সামলে নিল অস্ট্রেলিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ০০:১৯

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে হেডিংলিতে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারায় অজিরা। তবে তৃতীয় উইকেট জুটিতে প্রাথমিক বিপর্যয় সামলে নিয়েছে সফরকারীরা।

দ্বিতীয় টেস্টের মতো এ টেস্টেও হানা দেয় বৃষ্টি। প্রথম সেশনে মাত্র ৪ ওভার খেলার সুযোগ পায় অস্ট্রেলিয়া। তবে এ চার ওভারেই উইকেট হারিয়ে বসে সফরকারীরা। বেনক্রাফটের বদলে এ সিরিজে প্রথমবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মারকুয়াস হ্যারিস। জোফরা আর্চারের বলে মাত্র ৮ রান করে আউট হন তিনি।

দ্বিতীয় সেশনের শুরুতেও আবারও ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ২৫ রানে ও ব্যক্তিগত ৮ রানে আউট হন উসমান খাজা। তাকে আউট করেন স্টুয়ার্ট ব্রড। তবে এরপরই দলের হাল ধরেন ডেভিড ওয়ার্নার ও মারনাস লেবুশেইনি। এ দুইজনের শতরানের জুটিতে বিপর্যয় সামলে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনেও দুইবার বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখতে হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ দুই উইকেটে ১২৬। ওয়ার্নার ৫৯ ও লাবুশেইনি ৪১ রান নিয়ে ক্রিজে আছেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ