আজকের শিরোনাম :

সেনাবাহিনীর দায়িত্ব শেষে ফিরছেন ধোনি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৯, ০০:২৯

ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে ভারতীয় সেনাবাহিনীর সম্মানজনক লেফটেন্যান্ট কর্নেলের পদ পেয়েছিলেন ওই বছর ভারতের হয়ে ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

সে সুবাদেই এবারের বিশ্বকাপ শেষে সেনাবাহিনীর প্যারাসুট রেজিমেন্টে দুই মাসের জন্য প্রশিক্ষণ নেয়ার আবেদন করেন ধোনি।

দেখতে দেখতে সেনাবাহিনীর হয়ে দুইমাস দায়িত্ব পালন শেষ ধোনির। কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার জানিয়েছে, জন্মু-কাশ্মীরে সেনাবাহিনীর দায়িত্ব শেষ করে দিল্লিতে ফিরেছেন তিনি।

গত ৩১ জুলাই টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল ধোনি কাশ্মীরে ১০৬ টিএ ব্যাটেলিয়ানে (প্যারা) যোগ দেন। ‘ভিক্টর ফোর্স’ গ্রুপের সঙ্গে ধোনি ছিলেন পুলওয়ামা জেলার খেরু অঞ্চলে। সেখানে তিনি বাকি সৈনিকদের মতো টহলদারির কাজ করেছেন। দু’সপ্তাহ ধরে ধোনি কাশ্মীরে অন্য সেনার সঙ্গে টহল দেন, পাহারা দেন এবং যুদ্ধের বিভিন্ন বিষয় প্রশিক্ষণ নেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ