আজকের শিরোনাম :

বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্সের রিইউনিয়ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০১৮, ১৭:৪৮

ঢাকা, ১২ জুন, এবিনিউজ : ২০ বছর পর রিইউনিয়ন করলো বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স৷ রাশিয়া বিশ্বকাপের বল গড়ানোর আগে ফ্রান্সে এক ফ্রেমে ধরা দিলেন ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্সের ফুটবলাররা৷

ঘরের মাঠে ব্রাজিলের বিরুদ্ধে ১৯৯৮ সালের ফাইনালে জিদানের জোড়া গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স৷ ফাইনাল গোলটি করেছিলেন এমানুয়েল পেতিত৷ তার গোলেই ৩-০ জয় নিশ্চিত করেছিল ফরাসীরা৷ ফাইনালে দুই তারকাকেই পাওয়া গেল একসঙ্গে৷ শুধু তাই নয়, ক্রিস্টিয়ান কারেমবেউ, মার্সেল দেশাইরা স্পনসরদের বিশেষ অনুষ্ঠানে ফুটবল ভক্তদের সঙ্গে ছবিও তুললেন৷ জার্সি হাতে ফটোশ্যুটও করেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা৷

অন্যদিকে রিয়াল মাদ্রিদের হেডামাস্টারের ভূমিকায় অবসর নেওয়ার পর ফুরফুরে মেজাজে রয়েছেন জিদান৷ গত রবিবার ফরাসী ওপেন ফাইনালে নাদাল বনাম ডমিনিক থিয়েমের দ্বৈরথ দেখতে গিয়েছিলেন জিজু৷ পরের মরশুমে তাকে ফ্রান্সের কোচ হিসেবে দেখা যেতে পারে বলে যে জল্পনা চলছে, তা উড়িয়ে দিয়েছেন তিনি৷ সেই সঙ্গে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে নিয়ে আশা রাখছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের এই নায়ক৷ তার মতে ফ্রান্সের যোগ্যতা রয়েছে রাশিয়া বিশ্বকাপ জয়ের৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

এই বিভাগের আরো সংবাদ